
ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে জিওসি মেজর জেনারেল আব্দুল কায়উম মোল্লার, সাথে উপজেলা প্রসাশন, সাংবািদক ও সুধিজনেদের সাথে মত বিনিমত সভা অনুষ্ঠিত হয়েছে ৮ আগষ্ঠ বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: জাহেদুর রহমান, পুলিশ সুপার শরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবুবক্কর সিদ্দিকী, ওসি কামরুজ্জামান তালুকদার, কৃষি আফিসার কামরুন নেসা সুমি,প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার মাশহিদুল হক, শিক্ষা অফিসার খলিলুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার, মশিউর রহমান মঞ্জু, মাসুদ করিম ইমন তালুকদার প্রমুখ। এসময় উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার ডাকুয়া সাধারণ সম্পাদক শন্তোষ কুমার শীল সহ অন্যঅন্য প্রতিনিধি গন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সবার কাছে জানতে চান উপজেলার বর্তমান আইন শৃঙ্পখলা পরিস্থিতি কেমন উপস্থিত সকলেই বলেন দেশের অন্যঅন্য এলাকার চেয়ে আমাদের উপজেলা অনেক ভাল আছে আমরা মিলমিসে আছি স্থানীয় মুষলমানরা আমাদের মন্দির ও সম্পদ পাহারা দিচ্ছে এই সৌহার্দপুর্ণ পরিবেষ যেন আমরা বজায় রাখতে পারি।দেশর আইন শৃঙ্খলা পরিস্থিতি দু এক দিনের মধ্যে আর ভাল হবে। আপনারা সচেতন থাকবেন। সেনা বাহিনী আপনাদের সাথে রয়েছে তাদের সহযোগীতা করবেন।
এসময় পিরোজপুর জেলার দায়িত্ব প্রাপ্ত সেনা করামকর্তা লে: কর্নেল আরিফুল পিএসসি,প্রেসক্লাব সভিপতি এইচ এম ফারুক হোসাইন, সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্ছু,রিপোর্টাস ক্লাব সভাপিত আবুল কালাম, প্রেস ক্লাব সাধারন সম্পাদক মনিরুজ্জামান খানসহ বিভিন্ন মিডিয়য কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।