সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০১:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, টেক্টরের শাস্তি

প্রতিনিধি: / ১৯৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

স্পোর্টস: আঙুল তুলে দিয়েছেন আম্পায়ার, যেন বিশ্বাসই করতে পারছিলেন না হ্যারি টেক্টর। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করতেও দেরি করেননি তিনি। তখনই অনুমান করা হচ্ছিল, শাস্তি পেতে যাচ্ছেন আইরিশ ক্রিকেটার। হলোও তাই। আইসিসির আচরণবিধির ২.৮ ধারা ভাঙায় টেক্টরকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা মঙ্গলবার দেয় এই ঘোষণা। কান্ডটি ঘটে জিম্বাবুয়ের বিপক্ষে আয়ারল্যান্ডের রান তাড়ায় ষষ্ঠ ওভারে। রিচার্ড এনগারাভার স্টাম্প থেকে অনেকটা বাইরের বলে ব্যাট চালান টেক্টর। কিন্তু ঠিকমতো খেলতে পারেনি তিনি। বল জমা পড়ে কিপারের গøাভসে। কট বিহাইন্ডের আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। কিছুক্ষণ হতাশ হয়ে মাথা নুইয়ে ক্রিজে দাঁড়িয়ে থাকার পর আম্পায়ারকে উদ্দেশ্য করে কিছু একটা বলতে দেখা যায় টেক্টরকে। পরে মাঠ ছাড়ার সময় ব্যাট ও গ্লাভস ছুঁড়ে মারেন তিনি। শূন্য রানে ফেরেন টেক্টর। ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে অবশ্য নিজের ভুল স্বীকার করে নেন টেক্টর। তাতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। ১৫৮ রানের লক্ষ্য তাড়ায় ২১ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়া আইরিশরা অবশ্য ম্যাচটি শেষ পর্যন্ত জিতে যায় ৪ উইকেটে। ৯৬ রানের জুটি গড়ে দলকে জয়ের ভিত করে দেন লর্কান টাকার ও অ্যান্ডি ম্যাকব্রাইন। টাকার ৫৬ রান করে ফিরলেও দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন ৫৫ রান করা ম্যাকব্রাইন।


এই বিভাগের আরো খবর