স্পোর্টস: আর্চারি থেকে সরাসরি প্যারিস অলিম্পিকে জায়গা করে নিয়েছেন সাগর ইসলাম। অন্যরা যাচ্ছেন ওয়াইল্ড কার্ড তথা দেশের জন্য বরাদ্দ কোটা নিয়ে। আপাতত এই কোটায় শুটার রবিউল ইসলামের পর দেশের দ্রæততম মানব ইমরানুর রহমানের নাম নিশ্চিত হয়েছে। ২৬ জুলাই প্যারিস অলিম্পিকে বাংলাদেশের তিনজন ক্রীড়াবিদ আপাতত অংশ নিচ্ছেন বলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে। এ ছাড়া সাঁতার, গলফ ও বক্সিংয়ে বাংলাদেশ ওয়াইল্ড কার্ডের প্রত্যাশা করছে। অলিম্পিকে সাঁতার ও অ্যাথলেটিকস এই দুই ডিসিপ্লিনের ওয়াইল্ড কার্ড বৈশ্বিক ফেডারেশন দিয়ে থাকে। বিশ্ব অ্যাথলেটিকস ফেডারেশন অলিম্পিকে বাংলাদেশের জন্য একটি কোটাই বরাদ্দ রেখেছিল। অ্যাথলেটিকস ফেডারেশন সেই কোটায় দ্রæততম মানব ইমরানুর রহমানের নাম আগেই বাছাই করে রেখেছে। বাংলাদশে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য আবদুর রকিব মন্টু সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ইমরানুর রহমান প্যারিস অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্ট ইভেন্টে অংশগ্রহণ করবেন।’ ইমরানুর রহমান ইংল্যান্ডে বসবাস করায় সেখান থেকে যাবেন প্যারিসে। বাকিরা ঢাকা থেকে।