সর্বশেষ :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাটলারের আফসোস নিজের ভুলের জন্য

প্রতিনিধি: / ২১৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪

স্পোর্টস: ১৭২ রান তাড়ায় সবে হাত খোলা শুরু করেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। ৩ ওভারেই ২৬ রান তোলে ইংলিশরা। পরিস্থিতি বুঝে বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলকে নিয়ে আসেন অধিনায়ক রোহিত শর্মা। তাতেই বাজিমাত ভারতের। প্রথম বলেই রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ দেন বাটলার। সেই যে ধসের শুরু, ভারতকে আর থামাতে পারেনি ইংল্যান্ড। অক্ষর ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। আরেক স্পিনার কুলদীপ যাদবও ৩ উইকেট নেন। লক্ষ্য তাড়ায় ইংল্যান্ড অলআউট হয় ১০৩ রানে। সেমিফাইনালে থামে বর্তমান চ্যাম্পিয়নদে দৌড়। গায়নার উইকেট স্পিনারদের জন্য আদর্শ হলেও অফ স্পিনার মঈন আলীকে বোলিংয়ে আনেননি বাটলার। ম্যাচ শেষে সেই আক্ষেপে পুড়তে হলো তাকে, ‘আমার মনে হয় না টস খুব বড় কোনো পার্থক্য গড়ে দিয়েছে। ওদের দলে চমৎকার সব স্পিনার ছিল। আমাদের দুজনও (রশিদ ও লিভিংস্টোন) খুব ভালো বোলিং করেছে। আমার বোধোদয় হচ্ছে, পিচে স্পিন যেভাবে ধরেছে, তাতে মঈনকেও বোলিং করানো উচিত ছিল।’ ইংল্যান্ডের দুই স্পিনার ৮ ওভারে দেন ৪৯ রান। অর্থাৎ ওভারপ্রতি ছয়ের মতো। কিন্তু বাকি ১২ ওভারে ১২২ রান দেন পেসাররা। বাটলার বলেন, ‘ব্যাপারটা হতাশাজনক। ভারত আমাদের আউটপ্লেড করে দিল। ভারতের জয়টা সম্পূর্ণ পাওনা ছিল। তারা মনে হয় পার স্কোরের চেয়ে বেশি রান করে ফেলেছিল। এই পিচে আমরা চেয়েছিলাম তাদের ১৪০-১৪৫ রানের মধ্যে আটকে রাখতে। ফলে রান তাড়াটা কঠিন হয়েছে।’


এই বিভাগের আরো খবর