সর্বশেষ :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হকি খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা

প্রতিনিধি: / ২২৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৪ জুন, ২০২৪

স্পোর্টস: সিঙ্গাপুরে এএইচএফ জুনিয়র আসরে ছেলে ও মেয়েদের দুই বিভাগে অংশ নিয়ে সাফল্য পেয়েছে বাংলাদেশ। ছেলেদের হকিতে শিরোপা ধরে রাখতে পেরেছে। মেয়েদের আসরে হয়েছে রানার্সআপ। লক্ষ্য পূরণ করে সোমবার দেশে ফিরেছে সবাই। ঢাকার বিমানবন্দরে নেমে হকি ফেডারেশনের কর্মকর্তাদের কাছ থেকে মিষ্টি মুখের সঙ্গে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তারা। বিমানবন্দরে তাদের বরণ করে নিয়েছেন হকি ফেডারেশনের নতুন সভাপতি বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। খেলোয়াড়দের উপস্থিতিতে নতুন সভাপতি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমার জন্য এটা অনেকটা উপহার স্বরূপ। ভবিষ্যতে হকিকে যেন এগিয়ে নিতে পারি, আমার পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা থাকবে।’ নতুন সভাপতি সামনের দিকে খেলোয়াড়দের পাশে থাকার প্রতিশ্রæতি দিয়ে বলেছেন, ‘এই খেলোয়াড়রাই আমাদের ভবিষ্যৎ। এদের অনেকেই সিনিয়র দলে খেলবে। তাদের আরও উন্নত অনুশীলন ও ম্যাচ খেলার ব্যবস্থা করবো।’ নারী দলের ম্যানেজার ও ফেডারেশনের সদস্য তারিকউজ্জামান নান্নু বলেছেন, ‘সভাপতি মহোদয় নারী হকি দলকে আলাদাভাবে উদ্দীপনামূলক কথা বলেছেন। নারী খেলোয়াড়রা যেন নিয়মিত টুর্নামেন্ট ও অনুশীলনের মধ্যে থাকতে পারে সেই ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।’


এই বিভাগের আরো খবর