সর্বশেষ :
ইসরাইলকে হামাস আরও তিন জিম্মির মরদেহ ফেরত দিল সীমান্তে ভারী অস্ত্র ও মাইন অপসারণ শুরু করেছে থাইল্যান্ড-কম্বোডিয়া বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ভারতে ২০ জন নিহত তেহরানের খেলনা জাদুঘর : শৈশব স্মৃতির জীবন্ত ভুবন নাইজেরিয়ার নোবেল বিজয়ী ওলে সোয়িঙ্কার মার্কিন ভিসা বাতিল জার্মানির ব্রেমেন বিমানবন্দর এলাকায় অজ্ঞাত ড্রোন: ফ্লাইট বন্ধ আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত কক্সবাজারের গহীন পাহাড়ে পাচারকারীদের ‘গোপন বন্দিশালা’,টেকনাফে নারী-শিশুসহ ২৫ জন উদ্ধার সরকারি নয়, বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীরাও দিতে পারবে বৃত্তি পরীক্ষা মালিবাগে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার, পলাতক স্বামী
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তেড়ে যাওয়া রউফ মুখ খুললেন

প্রতিনিধি: / ২০০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ জুন, ২০২৪

স্পোর্টস: টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া পাকিস্তান দলকে নিয়ে চলছে প্রবল আলোচনা-সমালোচনা। এর মাঝেই বিতর্কে জড়ালেন দলটির পেসার হারিস রউফ। এক ব্যক্তির দিকে তেড়েফুঁড়ে এগিয়ে যান তিনি, জড়িয়ে পড়েন তর্কে। ওই ঘটনার ব্যাখ্যাও দিলেন ৩০ বছর বয়সী ক্রিকেটার। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটু দূরে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলছেন রউফ। সঙ্গে ছিলেন তার স্ত্রী। তিনি রউফের হাত ধরে রেখেছিলেন। কিন্তু শেষ অবধি পারেননি। রউফ তেড়ে যান তাদের দিকে। সেখানে থাকা আরেকজন আটকানোর চেষ্টা করেন তাকে। রউফকে তখন জোর গলায় কথা বলতে শোনা যায়। ক্ষোভে ফুঁসছিলেন তিনি। পরে সামাজিক মাধ্যম এক্স-এ রউফ লিখেছেন, তার পরিবারকে নিয়ে কেউ বাজে কিছু বললে সেই অনুযায়ীই প্রতিক্রিয়া জানাবেন তিনি। “আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আসব না। কিন্তু ভিডিও যখন বেরিয়ে এসেছে, পরিস্থিতিটা নিয়ে বলা জরুরি বলে অনুভব করেছি। একজন পাবলিক ফিগার হিসেবে লোকজনের কাছ থেকে আমরা সব ধরনের প্রতিক্রিয়া গ্রহণ করতে উন্মুক্ত। তারা সমর্থনের পাশাপাশি সমালোচনারও অধিকার রাখেন। তবে, যখন আমার পিতা-মাতা ও পরিবারের ব্যাপার চলে আসে, আমি সে অনুযায়ী প্রতিক্রিয়া দেখাতে দ্বিধাবোধ করব না। মানুষের প্রতি ও তার পরিবারের প্রতি সম্মান দেখানো গুরুত্বপূর্ণ, সেটা তিনি যে পেশারই হোক না কেন।” ঘটনাটি যুক্তরাষ্ট্রের কোথাও বলে ধারণা করা হচ্ছে। বিশ্বকাপে পাকিস্তান গ্রপ পর্বে তাদের শেষ ম্যাচটি খেলেছে ফ্লোরিডার লডারহিলে। বিশ্বকাপের পাকিস্তানের পারফরম্যান্স হতাশাজনক হলেও ব্যক্তিগতভাবে বেশ ভালো করেন রউফ। ৪ ম্যাচে ওভারপ্রতি ৬.৭৩ করে রান দিয়ে ৭ উইকেট নেন তিনি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারে হেরে আসর শুরুর পর ভারতের বিপক্ষে অভাবনীয়ভাবে হেরে যায় পাকিস্তান। কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেও সুপার এইটে ওঠার জন্য তা যথেষ্ট হয়নি।


এই বিভাগের আরো খবর