স্পোর্টস: গত সোমবার বাংলাদেশে পালিত হয়েছে ঈদুল আজহা। ঈদের আনন্দ দ্বিগুণ হয়েছে জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিনের। কেননা ঈদের দিনেই প্রথমবারের মতো বাবা হয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। কন্যা সন্তানের আগমনের খবর নিজেই জানিয়েছেন সাইফুদ্দিন। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করেন সাইফউদ্দিন। স্ট্যাটাসে মেয়ের ছবি প্রকাশ করে সাইফুদ্দিন লেখেন, ‘আসসালামু আলাইকুম…আজকের পবিত্র ঈদের দিনে আমার ঘর আলোকিত করে আমার রাজকন্যা এসেছে, সবাই দোয়া করবেন।’ ২০২৩ সালের মার্চে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তিনি। পরিবারের পছন্দেই সেসময় বিয়ের পিঁড়িতে বসেন তিনি। তার স্ত্রীর নাম কাজী ফাতেমা তুজ জারা। বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি।