বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বুনো ওল ও বাঘা তেঁতুল

প্রতিনিধি: / ২২০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

মাহফুজ রেজা
কত রকম ফন্দি আঁটে
মাদক পাচারকারী,
আইনের লোক কম কিসে
এটাই প্রমান তারই।
কাঁঠাল নিয়ে দিব্যি চলে
পুলিশ বলে- থাম,
বাড়ী কোথায়,কোন স্হানে?
তোর কি বা নাম?
দক্ষিণ খানে থাকি জনাব
যাচ্ছি বোনের বাড়ী,
কাঁঠাল একটু বেশী পাকা
যাচ্ছি তাড়াতাড়ি।
যাচ্ছো,যাবি তাড়া কিসের?
কাঁঠাল চেখে দেখি,
হায় হায় হায় গাঁজা ভরা
কি দেখছি এ কি?
ঘুঘু দেখেছো,ফাঁদ দেখো নি
দেখবে এবার ফাঁদ,
পালাতে না পারে বেটায়
শক্ত করে বাঁধ।


এই বিভাগের আরো খবর