স্পোর্টস: মেয়েদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দলীয় সর্বোচ্চ স্কোরের নতুন রেকর্ড গড়েছে মোহামেডান। আজ গুলশান ইয়ুথ ক্লাবের বিপক্ষে বিকেএসপির তিন নাম্বার মাঠে তিন উইকেটে ৩৯২ রানের সংগ্রহ দাঁড় করায় মোহামেডানের মেয়েরা। মেয়েদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এর আগের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড ছিল বিকেএসপির। গত মৌসুমে তারা এই রেকর্ড গড়েছিল কেরানিগঞ্জের বিপক্ষে। এবার সেই রেকর্ড ভাঙলেন মোহামেডানের মেয়েরা। মোহামেডানের বিশাল সংগ্রহের বড় কৃতিত্ব ওপেনার মুর্শিদা খাতুন ও তিনে নামা সোবহানা মোস্তারির। দ্বিতীয় উইকেটে দুজন ২৫৭ রান যোগ করেন। দুজনেই সেঞ্চুরি করেছেন। বাঁহাতি ওপেনার মুর্শিদা অপরাজিত থাকেন ১৭৯ রানে। তাঁর ১৫৭ বলের ইনিংসটি সাজানো ২৩ ও দুই ছক্কায়। তাঁর সঙ্গী সোবহানা ১০১ বলে ১২৮ রান করে ফারিয়া আক্তারের বলে আউট হন। তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার ও ৭টি ছক্কার মার। এ ছাড়া ওপেনার জেসিয়া আক্তারের ব্যাট থেকে আসে ৭৫ রান। তাঁর ৪১ বলের ঝোড়ো ইনিংসটি সাজানো ১১ চার ও ৪ ছক্কায়।