সর্বশেষ :
বাগেরহাট জেলা তাঁতীদল নেতার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার ফলোআপঃ কারাফটকে ৩ মিনিট: দেখে স্ত্রী-সন্তানকে  রেখে কারাগারে ফিরলেন সাদ্দাম কুতুবদিয়া-মগনামা নৌরুটে সি-ট্রাক উদ্বোধন ঝড়-মৌসুমের আগেই উপকূলীয় ফেরি সার্ভিস চালুর ঘোষণা ইউক্রেনে রুশ হামলায় নিহত ১, আহত ১৫ অস্ট্রেলিয়ায় হাঙরের কামড়ে ১২ বছরের শিশুর মৃত্যু ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২ পাকিস্তানে তুষারধসে এক পরিবারের ৯ জনের মৃত্যু কলম্বিয়ায় কোকেন ল্যাবে বিস্ফোরণে নিহত ৯, আহত ৮ পারিবারিক কলহে স্ত্রীসহ ৪ আত্মীয়কে গুলি করে হত্যা করলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নাসরিন একাডেমি জয় পেল

প্রতিনিধি: / ২৪৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩ মে, ২০২৪

স্পোর্টস: সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আক্রমণভাগে আলো ছড়ালেন সানজিদা আক্তার, সুমাইয়া মাতসুশিমা ও শামসুন্নাহার। উইমেন’স প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল নাসরিন একাডেমি। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার ৭-০ গোলে জিতেছে নাসরিন একাডেমি। জামালপুর কাচারিপাড়া একাদশকে ১৯-০ গোলে উড়িয়ে লিগে যাত্রা শুরু করেছিল তারা। প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে অষ্টম মিনিটে এগিয়ে যায় নাসরিন একাডেমি। ডান দিক থেকে উড়ে আসা লম্বা ক্রস ক্লিয়ার করতে পারেননি বৃষ্টি খাতুন। তার সঙ্গেই বলের পিছু ছোটা কৃষ্ণা রানী সরকার সুযোগ কাজে লাগান নিখুঁত টোকায়। প্রথমার্ধের যোগ করা সময়ে বাম দিক থেকে মার্জিয়ার আড়াআড়ি ক্রসে কেউ পা ছোঁয়াতে না পারলে বল চলে যায় দূরের পোস্টে সানজিদার কাছে। কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড। বক্সের বেশ বাইরে থেকে নেওয়া সুমাইয়ার শট গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ালে স্কোরলাইন হয় ৩-০। সাত মিনিট পর হেডে ব্যবধান আরও বাড়ান শামসুন্নাহার। এরপর ৬১তম মিনিটে সুমাইয়া, ৬৭তম মিনিটে সানজিদা ও শেষ দিকে শামসুন্নাহার লক্ষ্যভেদ করলে টানা দ্বিতীয় জয় নিশ্চিত হয়ে যায় নাসরিন একাডেমির। দিনের অন্য ম্যাচে, জামালপুর কাচারিপাড়া একাদশকে ৪-০ গোলে হারায় সিরাজ স্মৃতি সংসদ। ঢাকা রেঞ্জার্সের বিপক্ষে ১-১ ড্রয়ে লিগ শুরু করার পর তারা পেল প্রথম জয়ের স্বাদ। আর টানা দুই ম্যাচ হারল জামালপুর।


এই বিভাগের আরো খবর