সর্বশেষ :
বাগেরহাট জেলা তাঁতীদল নেতার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার ফলোআপঃ কারাফটকে ৩ মিনিট: দেখে স্ত্রী-সন্তানকে  রেখে কারাগারে ফিরলেন সাদ্দাম কুতুবদিয়া-মগনামা নৌরুটে সি-ট্রাক উদ্বোধন ঝড়-মৌসুমের আগেই উপকূলীয় ফেরি সার্ভিস চালুর ঘোষণা ইউক্রেনে রুশ হামলায় নিহত ১, আহত ১৫ অস্ট্রেলিয়ায় হাঙরের কামড়ে ১২ বছরের শিশুর মৃত্যু ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২ পাকিস্তানে তুষারধসে এক পরিবারের ৯ জনের মৃত্যু কলম্বিয়ায় কোকেন ল্যাবে বিস্ফোরণে নিহত ৯, আহত ৮ পারিবারিক কলহে স্ত্রীসহ ৪ আত্মীয়কে গুলি করে হত্যা করলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অস্ট্রেলিয়ায় হাঙরের কামড়ে ১২ বছরের শিশুর মৃত্যু

প্রতিনিধি: / ১১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

বিদেশ : অস্ট্রেলিয়ার সিডনি হারবারে হাঙরের কামড়ে আহত ১২ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার তার পরিবার এ তথ্য জানিয়েছে। সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। মৃত নিকো অ্যান্টিকের বাবা-মা জানান, গত সপ্তাহে বন্ধুদের সঙ্গে পানিতে নামার পর বড় একটি হাঙরের হামলায় সে গুরুতর আহত হয়। শেষ পর্যন্ত সে মারা গেছে। এক বিবৃতিতে নিকোর বাবা-মা লোরেনা ও হুয়ান অ্যান্টিক বলেন, আমরা গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমাদের ছেলে নিকো মারা গেছে। হাঙরের হামলার সময় পূর্ব সিডনির ভক্লুজ উপশহরে ছয় মিটার (২০ ফুট) উঁচু একটি পাথর থেকে শিশুরা পানিতে ঝাঁপ দিচ্ছিল। পুলিশ জানায়, সামপ্রতিক ভারী বৃষ্টির ফলে বৃষ্টির পানি হারবারে গিয়ে পড়ায় পানি ঘোলা হয়ে গিয়েছিল। হাঙরের হামলার পর অতিরিক্ত রক্তক্ষরণে ভুগতে থাকা নিকোকে পুলিশের একটি নৌকায় তুলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তার বাবা-মা বলেন, নিকো ছিল হাসিখুশি, বন্ধুবৎসল ও খেলাধুলাপ্রিয় এক শিশু। সে ছিল অত্যন্ত সদয় মনের ও উদার। সে সবসময় প্রাণবন্ত ছিল, আমরা তাকে সেভাবেই মনে রাখব। নিকোর মৃত্যুর মধ্য দিয়ে এই হাঙর হামলায় দুই দিনের মধ্যে চারটি ঘটনা নথিভুক্ত হয়েছে। এর জেরে কর্তৃপক্ষ সিডনির বহু সৈকত বন্ধ করে দেয়। এটি ছিল সিডনিতে সামপ্রতিক সময়ে হাঙর-সম্পর্কিত তৃতীয় মৃত্যু। গত সেপ্টেম্বরে উত্তর সিডনির একটি জনপ্রিয় সমুদ্রসৈকতে গ্রেট হোয়াইট হাঙরের হামলায় সার্ফার মার্কারি সিলাকিস নিহত হন। এর দুই মাস পর সিডনির উত্তরে একটি দুর্গম সৈকতে সাঁতার কাটার সময় একটি বুল শার্কের আক্রমণে এক নারী মারা যান। অস্ট্রেলীয় বিজ্ঞানীদের মতে, পানিতে মানুষের বিচরণ ও সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির ফলে হাঙরের অভিবাসন ধারা পরিবর্তিত হচ্ছে, যা হামলার সংখ্যা বাড়ানোয় ভূমিকা রাখতে পারে।


এই বিভাগের আরো খবর