বিদেশ : যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক কলহের জেরে ভারতীয় বংশোদ্ভূত ৫১ বছর বয়সী বিজয় কুমার তার স্ত্রী এবং আরও তিন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। এ সময় ঘরের ভেতরে থাকা তিনজন শিশু অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। গতকাল শনিবার এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভোরে লরেন্সভিল শহরের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ওই বাড়িতে তিনটি শিশু উপস্থিত ছিল। এদিন রাত প্রায় আড়াইটার দিকে পুলিশ খবর পেয়ে ব্রুক আইভি কোর্ট এলাকার ওই বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে তারা চারজনের মরদেহ পড়ে থাকতে দেখে। সবার শরীরেই গুলির আঘাত ছিল। নিহতরা হলেন- বিজয় কুমারের স্ত্রী মিনু ডোগরা (৪৩), গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) এবং হরিশ চন্দর (৩৮)। তাদের মধ্যে অন্তত একজন যুক্তরাষ্ট্রের নাগরিক নন। তিনি সরাসরি ভারতীয় নাগরিক বলে নিশ্চিত করেছে আটলান্টায় অবস্থিত ভারতীয় কনস্যুলেট। স্থানীয় সংবাদমাধ্যম পুলিশের বরাতে জানায়, গুলি শুরু হলে ঘরে থাকা তিনটি শিশু নিজেদের বাঁচাতে একটি আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। তাদের মধ্যে একজন বুদ্ধি করে ৯১১-এ (জরুরি সেবা) কল দেয়, যার ফলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। শিশুরা সবাই অক্ষত আছে। বর্তমানে তারা এক আত্মীয়ের হেফাজতে রয়েছে। এদিকে এ ঘটনায় অভিযুক্ত বিজয় কুমারকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ফোর কাউন্টস অব মার্ডার (হত্যা) এবং শিশুদের প্রতি নিষ্ঠুরতাসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। জানা যায়, সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে গুরুতর হামলার চারটি অভিযোগ, গুরুতর অপরাধ করতে গিয়ে হত্যার চারটি অভিযোগ, ইচ্ছাকৃত হত্যার চারটি অভিযোগ, শিশু নির্যাতনের প্রথম মাত্রার একটি অভিযোগ এবং শিশু নির্যাতনের তৃতীয় মাত্রার দুটি অভিযোগ আনা হয়েছে। এদিকে আটলান্টায় অবস্থিত ভারতের কনস্যুলেট জেনারেল এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তারা জানান, শোকসন্তপ্ত পরিবারটিকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।