সর্বশেষ :
ফলোআপ: পাইকগাছায় কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

টি-টোয়েন্টি বিশ্বকাপ : ৯ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

প্রতিনিধি: / ২৮০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩ মে, ২০২৪

স্পোর্টস: দরজায় কড়া নাড়ছে টি-টোয়ন্টি বিশ্বকাপের নবম আসর। আগামী মাসের ২ তারিখ থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে এবারের আসর। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে ২০টি দল। গেল পরশু ছিল বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করার শেষ দিন। আইসিসির নির্ধারণ করে দেওয়া সময়ের মধ্যে ৯টি দল প্রকাশ করেছে তাদের স্কোয়াড। বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ মোট ১১টি দল একান্তভাবে আইসিসির কাছে জমা দিয়েছে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড। ২০০৭ সালে থেকে অনুষ্ঠিত হয়ে আসা টি-টোয়েন্টি বিশ্বকাপে একবারও শিরোপার মুখ দেখিনি সর্বোচ্চ ছয় বার ওয়ানডে বিশ্বকাপ জয়ী দল অস্ট্রেলিয়া। তাইতো এবারের আসরে ভালো কিছু করতে মুখিয়ে আছে অজিরা। মিচেল মার্শকে অধিনায়ক করে গেল পরশু বিশ্বকাপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। এছাড়াও আফগানিস্তান, নেপাল, কানাডা ও ওমান তাদের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। এর আগে নিউজিল্যান্ড, ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা দল ঘোষণা করেছে। প্রকাশ্যে দল ঘোষণা করেনি- বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ডস, নামিবিয়া, যুক্তরাষ্ট্র, উগান্ডা, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড।
অস্ট্রেলিয়া স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, গেøন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।
আফগানিস্তানের স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, নাঙ্গিয়াল খারোতি, নুর আহমেদ, নাভিন উল হক, ফজলহক ফারুকি, ফরিদ মালিক ও মুজিবুর রহমান।
রিজার্ভ: সেদিকউল্লাহ অটল, হজরতুল্লাহ জাজাই, সেলিম সাফি।
নেপালের স্কোয়াড: রোহিত পাউডেল (অধিনায়ক), আসিফ শেখ, অনিল কুমার সাহ, কুশল ভুর্টেল, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং আইরি, ললিত রাজবংশী, করণ কেসি, গুলশান ঝা, সোমপাল কামি, প্রতিস জিসি, সুদীপ জোরা, অবিনাশ বোহারা, সাগর ধাকাল, কমল সিং আইরি।
কানাডার স্কোয়াড: সাদ বিন জাফর (অধিনায়ক), অ্যারন জনসন, দিলন হেইলিগার, দিলপ্রীত বাজওয়া, হর্ষ ঠাকার, জেরেমি গর্ডন, জুনায়েদ সিদ্দিকী, কলিম সানা, কানওয়ারপাল তাথগুর, নবনীত ধালিওয়াল, নিকোলাস কিরটন, পরগট সিং, রবিন্দরপাল সিং, রায়হান পাট, রায়ান খান, মভভা। রিজার্ভ: তাজিন্দর সিং, আদিত্য ভারধরাজন, আম্মার খালিদ, যতিন্দর মাথারু, পারভীন কুমার।
ওমানের স্কোয়াড: আকিব ইলিয়াস (অধিনায়ক), জিশান মাকসুদ, কাশ্যপ প্রজাপতি, প্রতীক আথাভালে (উইকেটরক্ষক), আয়ান খান, শোয়েব খান, মোহাম্মদ নাদিম, নাসিম খুশি (উইকেটরক্ষক), মেহরান খান, বিলাল খান, রফিউল্লাহ, কলিমুল্লাহ, ফাইয়াজ বাট, শাকিল আহমেদ, খালিদ কাইল। রিজার্ভ: যতিন্দর সিং, সময় শ্রীবাস্তব, সুফিয়ান মেহমুদ, জয় ওদেদ্রা।


এই বিভাগের আরো খবর