বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রমিক দিবস

প্রতিনিধি: / ১৬৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১ মে, ২০২৪

ডি, সি, মন্ডল
শ্রমিক দিবস পালন করি
ন্যয্য শ্রমের ফল,
তাহার জন্য দাঙা হল
এই যে ধরার তল।
সেই থেকে আজ শ্রমিক পেলো
তাঁহার কাজের দাম,
দিবারাতে ঝড়ায চলে
শ্রমিক গায়ের ঘাম।
ন্যায্য মূল্য পেতে তাদের
জীবন দিতে হয়,
তাঁজা জীবন দিবার ফলে
শ্রমিকের হয় জয়।
মহান শ্রমিক তাদের কর্মে
বাঁচে মোদের দেশ,
তাঁদের কর্মের নেই তুলনা
বললে হয় না শেষ।
শ্রমিক মোদের মাতার মুকুট
শ্রমিক শ্রদ্ধা রয়,
শ্রমিকদের ভালোবেসে
আনবো তাদের জয়।


এই বিভাগের আরো খবর