বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটে ভারতীয় নারী দল

প্রতিনিধি: / ২২৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে বাংলাদেশে এসেছে ভারতীয় নারী ক্রিকেট দল। কলকাতা থেকে রওনা হয়ে গতকাল মঙ্গলবার দুপুরে হারমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় নারী দলটি সিলেটে পৌঁছায়। এ নিয়ে তৃতীয়বার টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখল ভারতের নারী ক্রিকেট দল। ২০১৪ সালে প্রথম সফরে ৩-০ ব্যবধানে জয় পায় সফরকারীরা। গত বছরের জুলাইয়ে সবশেষ সফরে ভারত সিরিজ জেতে ২-১ ব্যবধানে। আগামী ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এরপর ৩০ এপ্রিল হবে দ্বিতীয় ম্যাচ। প্রথম দুই ও শেষ ম্যাচ হবে দিবারাত্রির। শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। ২, ৬ ও ৯ মে হবে যথাক্রমে পরের তিন ম্যাচ। সিলেটের আউটার স্টেডিয়ামে তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি দুপুর ২টায় শুরু হবে। বাংলাদেশ দল: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মুস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, দিলারা আক্তার, রুবা হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিঙ্কি। ভারতের দল: হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, দয়ালন হেমলতা, সানজানা সাজিভান, রিচা ঘোষ (উইকেটকিপার), স্বস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকর, আমানজোত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইসহাক, আশা সোবহানা, রেনুকা সিং ও তিতাস সাধু।


এই বিভাগের আরো খবর