সর্বশেষ :
ব্যাটে-বলে দেশিদের রাজত্ব, বিপিএলের দ্বাদশ আসরে উজ্জ্বল স্থানীয় ক্রিকেটাররা বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলো আইসিসি রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার অনুমতি ছাড়া দেশত্যাগ মির্জগঞ্জে সমবায় মাধ্যমিক বিদ্যালয় ৩ দিনব্যাপী বার্ষিক ক্রিড়ার উদ্বোধন  পিরোজপুর-১ আসনে ধানরে শীষরে র্প্রাথীর সঙ্গে বীর মুক্তেিযাদ্ধাদরে মতবনিমিয় সভা নিউজিল্যান্ডে ভূমিধসে নিখোঁজদের খোঁজে তল্লাশি স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ ড্রোন হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলে তেলের ডিপোতে আগুন ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের ১০ আরোহীর মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ও শীতকালীন ঝড়ের শঙ্কা, ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশ্বকাপে ভারতের ‘ডার্ক হর্স’ দুবে : গিলক্রিস্ট

প্রতিনিধি: / ২৫৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: চলতি আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন শিভাম দুবে। বিধ্বংসী ব্যাটিংয়ে ধারাবাহিকভাবে আলো ছড়াচ্ছেন তিনি, ভাসছেন স্তুতির জোয়ারে। তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে রাখার আলোচনাও শুরু হয়েছে জোরেশোরে। সেই ¯্রােতে শামিল অস্ট্রেলিয়ার সাবেক কিপার-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট তো আরও এক ধাপ এগিয়ে; দুবেকে ভারতের ডার্ক হর্স হিসেবে দেখছেন তিনি। এবারের আইপিএলে এখন পর্যন্ত চেন্নাই সুপার কিংসের সবকটি ম্যাচে খেলেছেন দুবে। অলরাউন্ডার হলেও তাকে ¯্রফে ব্যাটসম্যান হিসেবে খেলাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। ব্যাট হাতে নিজের দায়িত্ব বেশ ভালোভাবে পালন করছেন তিনি। আগ্রাসী ব্যাটিংয়ে দলকে নিয়মিত এনে দিচ্ছেন দ্রæত রান। আসরে এখন অবধি ৭ ইনিংসে ব্যাটিং করে দুই ফিফটিতে ২৪৫ রান করেছেন দুবে। স্ট্রাইক রেট ১৫৭.০৫। চেন্নাইয়ের হয়ে এখন পর্যন্ত তার চেয়ে বেশি রান করতে পারেননি আর কেউ। এই ফর্মই তাকে বৈশ্বিক আসরের দলে জায়গা পাওয়ার আলোচনায় এনেছে। স্পিনারদের পাশাপাশি পেসারদের বিপক্ষেও দুর্দান্ত ব্যাটিং করেছেন দুবে। ক্রিকবাজে আলাপচারিতায় বাঁহাতি এই ব্যাটসম্যানকে প্রশংসায় ভাসিয়েছেন গিলক্রিস্ট। “শিভাম দুবে, আমার চোখে তার ফর্ম অপ্রতিরোধ্য। সে স্পিনারদের ওপর চড়াও হয়, আমরা অনেকদিন ধরে এটা জানি এবং দেখে আসছি। তবে, সে এখন ফাস্ট বোলারদেরও আক্রমণ করছে। মাঠের চারপাশে শট নির্বাচনে সে আত্মবিশ্বাসী।” স্বীকৃত টি-টোয়েন্টিতে পেস বোলিংয়ে এখন পর্যন্ত ৪৫ উইকেট নেওয়া দুবে আইপিএলে এবার এখনও বল করেননি। তারপরও, তার অলরাউন্ডার সামর্থ্য বিশ্বকাপে ভারতের জন্য কার্যকর হবে বলে মনে করছেন গিলক্রিস্ট। “তারা (ভারতীয় নির্বাচক) দুবের কাছে বার্তা পাঠিয়ে নিশ্চিত করতে পারে, যেন সে অন্তত নেটে প্রচুর বোলিং করে। জানি, এটা ম্যাচ অনুশীলন হবে না। তবে তাকে টুর্নামেন্টের শেষের দিকে কিছুটা বোলিং করতে দেখা যেতে পারে। তবে যাই হোক না কেন, প্রতিভা হিসেবে সে চমৎকার।” গিলক্রিস্টের সঙ্গে একমত পোষণ করে ভারতের সাবেক ব্যাটসম্যান মনোজ তিওয়ারিও ডার্ক হর্স বলেছেন দুবেকে। “টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ডার্ক হর্স হবে শিভাম দুবে। এই আইপিএলে সে যেই ফর্ম এবং ছন্দে আছে, টি-টোয়েন্টি বিশ্বকাপেও সম্ভবত একই ছন্দে থাকবে।”


এই বিভাগের আরো খবর