মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

স্পেনে রেল দুর্ঘটনায় মৃতদের স্মরণে নানা কর্মসূচি

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

বিদেশ : দক্ষিণ স্পেনের হুয়েলভা ও আদামুজ শহরে মর্মান্তিক রেল দুর্ঘটনায় মৃতদের স্মরণে গত রোববার নানা কর্মসূচি পালিত হয়েছে। ভয়াবহ ওই দুর্ঘটনার এক সপ্তাহ পূর্তি উপলক্ষে এ সব অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত রোববার আন্দালুসিয়া অঞ্চলের আদামুজ গ্রামের কাছে দুটি দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৪৫ জন প্রাণ হারান। এই দুর্ঘটনায় মৃতদের অধিকাংশই হুয়েলভার বাসিন্দা। হুয়েলভায় আয়োজিত স্মরণ অনুষ্ঠানে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে এক মিনিট নীরবতা পালন করা হয়। ঠিক ওই সময়েই দুর্ঘটনাটি ঘটেছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র। এই দুর্ঘটনার সময় একটি ট্রেন মাদ্রিদ থেকে হুয়েলভায় যাচ্ছিল। মালাগা থেকে মাদ্রিদগামী আরেকটি ট্রেনের সঙ্গে হুয়েলভাগামী ট্রেনটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় মৃতদের ৪৫ জনের মধ্যে ৩৬ জন ছিলেন হুয়েলভাগামী ট্রেনের যাত্রী। আহত হয়ে আরও ২২ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে, আদামুজে রোববার নিহতদের স্মরণে এক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধার কাজে এগিয়ে এসেছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আদামুজের মেয়র রাফায়েল অ্যাঞ্জেল মোরেনো স্থানীয় জনগণের গভীর শোকের কথা তুলে ধরেন। এ সময় কর্দোবার বিশপ যিশু ফার্নান্দেজ ধর্মীয় আনুষ্ঠানিকতায় সভাপতিত্ব করেন। তদন্তকারীদের প্রাথমিক ধারণা অনুযায়ী, রেললাইনের একটি ফাটলের কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়ে থাকতে পারে। চালকের ভুলের সম্ভাবনা ইতোমধ্যে নাকচ করা হয়েছে। দুর্ঘটনায় দুই চালকের মধ্যে একজন মারা যান। এই দুর্ঘটনা ও পরবর্তী কয়েক দিনে স্পেনের রেল নেটওয়ার্কে ঘটে যাওয়া আরও কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার কারণে দেশটির রেল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।


এই বিভাগের আরো খবর