মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রংপুর-১: দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে মঞ্জুম আলীর প্রার্থিতা বাতিল

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়ার ও রসিকের ১-৯ নম্বর ওয়ার্ড) আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। ফলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। সোমবার (২৬ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ সিদ্ধান্ত দেন।

রংপুর-১ আসনের মনোনয়ন সংক্রান্ত এই বিষয়টি গত কয়েক সপ্তাহ ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। গত ১ জানুয়ারি রংপুর জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান মঞ্জুম আলীর মনোনয়নপত্রে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি উল্লেখ থাকায় তা বাতিল করেন। এরপর তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। ১৭ জানুয়ারি কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন, কিন্তু বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন হাইকোর্টে রিট দায়ের করেন।

আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল সাংবাদিকদের বলেন, “হাইকোর্ট ২১ জানুয়ারি মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছিলেন। আপিল বিভাগ আজ সেই হাইকোর্টের আদেশ বহাল রেখেছে। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।” মঞ্জুম আলীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, মোহাম্মদ হোসেন লিপু, সৈয়দ মামুন মাহবুব ও ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারি। বিএনপির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতায় প্রথমে মনোনয়নপত্র বাতিল হলেও পুনর্বিবেচনার জন্য মঞ্জুম আলী আপিল করেছিলেন। ১৭ জানুয়ারি আপিল শুনানির অষ্টম দিনে কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে আপিল বিভাগের সর্বশেষ সিদ্ধান্তে তা বাতিলের স্থিতি বহাল থাকায় নির্বাচনে তার অংশগ্রহণ বন্ধ হয়ে গেছে।

রংপুর-১ আসনে মঞ্জুম আলী ছাড়া বৈধ মনোনয়নপত্রধারী প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির মোকাররম হোসেন সুজন, জামায়াতে ইসলামীর রায়হান সিরাজী, ইসলামী আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা, এনসিপির আল মামুন, গণঅধিকার পরিষদের হানিফুর রহমান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) আহসানুল আরেফিন, ইসলামিক ফ্রন্টের মো. আনাস ও বাংলাদেশ খেলাফত মজলিসের মো. মমিনুর রহমান।


এই বিভাগের আরো খবর