মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র শুরুতেই চমকে যাবেন ভক্তরা

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

মার্ভেল ভক্তরা অধীর অপেক্ষা করছেন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমার জন্য। তবে সিনেমার প্রথমেই এমন কিছু ঘটবে, যা দেখে থমকে যাবেন ভক্তরা। সম্প্রতি নারড্রোটিক-এর প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, সিনেমার শুরুর দৃশ্যটি হবে মাল্টিভার্সাল সিকোয়েন্স, যেখানে ‘স্পাইডার-ম্যান’ হিসেবে ফিরে আসবেন টোবি ম্যাগুয়ের। খবর কসমিক বুক নিউজের। গুঞ্জন রয়েছে, প্রথম দৃশ্যেই বিদায় নেবে ‘স্পাইডার-ম্যান’! এছাড়া হিউ জ্যাকম্যান ও রায়ান রেনল্ডসের চরিত্রগুলোও প্রবেশ করতে পারে। প্রতিবেদনে আরও উল্লেখ রয়েছে, টোবি ম্যাগুয়েরের ‘স্পাইডার-ম্যান’ সিনেমার শুরুর অংশে মারা যাবেন, সম্ভবত আলফ্রেড মোলিনার ডক্টর অকটোপাসের সঙ্গে। গ্যারী বিয়ুকোলার এবং ক্রিস গোর-এর আলোচনা অনুযায়ী, প্রতিটি পৃথিবী নিজস্ব পৃথিবী হয়ে উঠবে। টোবি ম্যাগুয়ের মারা যাবে এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে। জানা গেছে, এই ধ্বংসযজ্ঞের পেছনে একাধিক ‘এঙ্-মেন’ চরিত্রের হাত থাকতে পারে, বিশেষ করে হিউ জ্যাকম্যানের উলভেরিন এবং রায়ান রেনল্ডসের ডেডপুল। ধারণা করা হচ্ছে, এই দুই চরিত্রের কারণে মার্ভেল ইউনিভার্সে এমন বিপর্যয় সৃষ্টি হতে পারে। এমনকি, সাইক্লপস (স্কট সামার্স) স্পাইডার-ম্যানের বিরুদ্ধে লড়াইও করতে দেখা যেতে পারে। জানা গেছে, মার্ভেল স্টুডিওর প্রধান কেভিন ফেইগি প্রথমে টোবি ম্যাগুয়েরের স্পাইডার-ম্যানের অংশগ্রহণ বাতিল করার পরিকল্পনা করেছিলেন। পরে তা পরিবর্তন করা হয়। এছাড়া রিপোর্টে আরও বলা হয়েছে, সিনেমার শেষভাগে মার্ভেল ইউনিভার্সের ধ্বংসের জন্য দায়ী হবে ডক্টর ডুম, যা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমার মূল কাহিনীর কেন্দ্রবিন্দু। এই সিনেমা ‘ইনফিনিটি ওয়ার’-এর আবেগময় প্রভাব এবং ব্যাপকতা ছাপিয়ে যাওয়ার জন্য নির্মিত হচ্ছে বলে জানানো হয়েছে। এতে অনেক জনপ্রিয় চরিত্র ও তাদের অভিনেতারা উপস্থিত থাকবেন এবং অনেক চরিত্রের মৃত্যুও হতে পারে। সব ঠিক থাকলে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তি পাবে ২০২৬ সালের ১৮ ডিসেম্বর।


এই বিভাগের আরো খবর