মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারত-চীন ‘ভালো প্রতিবেশী ও অংশীদার’: শি জিনপিং

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

বিদেশ : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ভারত ও চীন হলো ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেছেন। গতকাল সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সিনহুয়ার সংবাদে উল্লেখ করা হয়েছে, শি জিনপিং জানিয়েছেন, গত এক বছরে চীন-ভারত সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত ও বিকশিত হয়েছে। যা বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে এবং এগিয়ে নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেছেন, চীন সবসময় বিশ্বাস করে ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার হওয়াই চীন ও ভারতের জন্য সঠিক পথ। শি জিনপিং চীন-ভারতের সম্পর্ককে রূপকভাবে ড্রাগন ও হাতির একসঙ্গে নাচ হিসেবে উল্লেখ করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, উভয় দেশ পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বৃদ্ধি করবে এবং একে অপরের উদ্বেগ সমাধান করে সুস্থ ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলবে। উল্লেখ, পারমাণবিক শক্তিধর এই দুই এশীয় প্রতিবেশীর মধ্যে ৩,৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। যা পুরোপুরি নির্ধারিত নয় এবং ১৯৫০-এর দশক থেকে বিতর্কিত। ২০২০ সালে সীমান্তে সংঘর্ষে ২০ ভারতীয় ও চার চীনা সেনা নিহত হওয়ার পর সম্পর্কের ক্ষেত্রে বড় ধাক্কা লাগে এবং হিমালয়ে উভয় পক্ষই সামরিক উপস্থিতি বাড়ায়। তবে গত বছর থেকে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়। ২০২৫ সালে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হয় এবং যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক নীতি প্রেক্ষাপটে চীন-ভারত বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির দিকে মনোযোগ দেয়।

 


এই বিভাগের আরো খবর