সর্বশেষ :
ভোটারদের আস্থা ফেরাতে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচন অপরিহার্য: ড. হামিদুর রহমান আযাদ ফকিরহাটে পান বরাজে অগ্নিকান্ড  ৩০ লক্ষ টাকার ক্ষতির অভিযোগ প্রথমবারেরমত বাগেরহাটে আসছেন জামায়াতে আমির, লক্ষাধিক মানুষের প্রস্তুতি ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিন নিহত ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস: চলছে উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রে দৈত্যাকার তুষারঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন ১ লাখ ৬০ হাজার বাড়ির রুশ বিমান হামলায় ইউক্রেনের প্রায় ১২ লাখ বাড়ি-ঘর বিদ্যুৎবিচ্ছিন্ন প্রবল ঝড়ে ইন্টারনেট বিচ্ছিণ্ন ও পানি সংকটে গ্রিনল্যান্ড জ্বালানি তেল প্রায় ১৮ শতাংশ বাড়ানোর লক্ষ্য ভেনেজুয়েলার সিদ্ধান্ত ছাড়াই শেষ রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনা
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিদ্ধান্ত ছাড়াই শেষ রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনা

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

বিদেশ: যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। দুদিনের বৈঠক শেষে কোনো চুক্তির ইঙ্গিত পাওয়া যায়নি। তবে উভয়পক্ষই ভবিষ্যতে আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ জানিয়েছে। গত শনিবার আলোচনা শেষ হওয়ার পর প্রকাশিত বিবৃতিতে অগ্রগতির কথা বলা হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুদ্ধ কীভাবে শেষ হতে পারে—সে বিষয়েই আলোচনার মূল জোর ছিল। রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এই ত্রিপক্ষীয় বৈঠক শেষ হওয়ার পর এক মার্কিন কর্মকর্তা জানান, আগামী এক সপ্তাহ পর আবার আলোচনা হতে পারে। তিনি বলেন, আলোচনায় অংশ নেওয়া দেশগুলো সমাধানের পথ খুঁজতে আন্তরিক ছিল। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি কাঠামোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের মধ্যে এমন সরাসরি আলোচনা খুবই বিরল বলে উল্লেখ করেছে রয়টার্স। এদিকে আলোচনা চলাকালীন রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকায় তীব্র শীতের মধ্যে ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। মার্কিন কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে মস্কো বা কিইভে আরও আলোচনা হতে পারে। এমনকি পরবর্তী সময়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি। সূত্র: রয়টার্স


এই বিভাগের আরো খবর