বিদেশ : ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুং অঞ্চলে ভূমিধসে অন্তত সাতজন নিহত হয়েছেন এবং এখনো ৮২ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। গতকাল শনিবার ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি বলেন, ‘নিখোঁজের সংখ্যা অনেক বেশি। আজ আমরা সর্বোচ্চ সক্ষমতা দিয়ে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করব।’ স্থানীয় সংবাদমাধ্যম কমপাস জানায়, গতকাল শনিবার ভোর আনুমানিক ২টার দিকে (গ্রিনিচ মান সময় শুক্রবার রাত ৭টা) পশ্চিম বান্দুংয়ের পাসিরলাঙ্গু গ্রামে ভূমিধসটি ঘটে। তখন বেশিরভাগ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন। স্থানীয় আরডব্লিউ চেয়ারম্যানের বরাতে বলা হয়, গতকাল শনিবার সকালে মাউন্ট বুরাংরাং পাহাড়ের ঢাল থেকে নেমে আসা প্রবল পানির স্রোতে প্রায় ৩০টি বাড়ি মাটির নিচে চাপা পড়ে। স্থানীয় চিতারুম ও চিবিত নদীর পানি উপচে পড়ায় পশ্চিম জাভার কারাওয়াং জেলার ৩০টির মধ্যে ২০টি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। তাই নদীসংলগ্ন এলাকার বাসিন্দাদের দ্রুত সরে যেতে বলা হয়েছে। ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা আগেই পশ্চিম জাভা প্রদেশে এক সপ্তাহ ধরে চরম আবহাওয়ার সতর্কতা জারি করেছিল, যার মধ্যে ছিল ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও। আরও বিপর্যয়ের আশঙ্কায় ভূমিধসপ্রবণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। ক্ষতিগ্রস্ত এলাকা প্রায় ৩০ হেক্টর (৭৪ একর) জুড়ে বিস্তৃত বলে ধারণা করা হচ্ছে। এই প্রাণঘাতী দুর্যোগে সহায়ক হওয়ার সন্দেহে ইন্দোনেশিয়ান সরকার ছয়টি কোম্পানির বিরুদ্ধে পরিবেশ নষ্ট করার অভিযোগে মামলা করেছে। সূত্র: আল জাজিরা