মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত
প্রতিনিধি:
/ ২
দেখেছেন:
পাবলিশ:
রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
শেয়ার করুন
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারর্সন প্রয়াত বেগম খালেদা জিয়া আত্মার মাগফিরাত ও তার ছেল বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ি বাজারে এ দোয়া অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য মো. মনিরুল হক ফরাজী, প্রস্তাবিত সেলিমাবাদ থানার বাস্তবায়ন কমিটির আহŸায়ক এ্যাড. নজরুল ইসলাম কাজল, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উপজেলা সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এফ এম শামীম আহসান, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি শামীম আহসান টিটু, বলইবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান ফকির, সাধারণ সম্পাদক ইদুল হোসেন, উপজেলা যুবদল নেতা খম. বদিউজ্জামান, বিএনপি নেতা আলি আজিম খোকন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উপজেলা সাধারণ সম্পাদক মো. মুস্তাকিম বিল্লাহ। আলোচনা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি বাগেরহাট-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে বলেন, জিয়া পরিবারকে পরিকল্পিতভাবে এ দেশ থেকে নিচ্ছিন্ন করতে চেয়েছিলো। আরাফাত রহমান কোকো স্বাভাবিকভাবে মৃত্যু হয়নি। দলের স্বার্থে ১২ ফেব্রæয়ারি ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিজয় করার আহŸান জানান।