ফকিরহাটে নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও লিফলেট বিতরণ করলেন এম এ এইচ সেলিম
প্রতিনিধি:
/ ৩
দেখেছেন:
পাবলিশ:
রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
শেয়ার করুন
বাগেরহাট প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট সদর উপজেলার ফকিরহাটের বিশ্ব রোড নূর সুপার মার্কেটে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ফকিরহাট বিশ্বরোড নূর সুপার মার্কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয় উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর ফকিরহাট বাজারসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এম এ এইচ সেলিম বাগেরহাট জেলার ১, ২ ও ৩ আসনের ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
একই সঙ্গে বাগেরহাট-১ আসনে ফকিরহাট, মোল্লারহাট ও চিতলমারী উপজেলা নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ সময় তিনি বলেন,ফকিরহাট, মোল্লারহাট ও চিতলমারীর মানুষ যদি আমাকে ভালোবেসে ভোট দেন এবং আমি সংসদে যেতে পারি, তাহলে এই এলাকার সার্বিক উন্নয়নের কাজ করবো। আমি আগেও উন্নয়ন করেছি, ভবিষ্যতেও করবো। আমার নামে কেউ কখনো কলঙ্ক দিতে পারেনি। আমি পূর্বে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য ছিলাম। বাগেরহাটে যে উন্নয়ন করেছি, ইতিহাসে আগামী ১০০ বছরেও কেউ হয়তো সে রকম উন্নয়ন করতে পারবে না এটাই আমি বিশ্বাস করি।আমি যে উন্নয়ন করতে পেরেছি, তার পেছনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণা ছিল। আমার একমাত্র আদর্শ মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার সততা ও দেশপ্রেমের আদর্শ নিয়েই আমি রাজনীতি করি।অআমরা সবাই মাটির মানুষ। তাই মাটি ও মানুষের সঙ্গে থেকেই কাজ করতে চাই। আমি আগে সংসদ সদস্য যখন ছিলাম মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কলেজে অনুদান দিয়েছি। এলাকার গরিব মানুষের জীবনমান উন্নয়নই আমার মূল লক্ষ্য।
আর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমি কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না। তবে যদি আল্লাহ পাক আমাকে সুযোগ দেন তাহলে এই এলাকাকে চাঁদাবাজি, ঘের দখল ও সন্ত্রাসমুক্ত করতে চাই।
এছাড়াও নির্বাচন প্রচারণায় নিয়ে আমাদের নির্বাচনী কার্যক্রমে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। কোথাও কোথাও আমাদের লোকজনকে মারধরও করা হয়েছে। বিষয়টি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।
স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন, আমি বিএনপির বাইরে কোনো লোক নই। বাগেরহাটের আসনগুলো ধরে রাখার স্বার্থেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি। আমি বিশ্বাস করি, বাগেরহাটের জনগণ আমাকে ভালোবাসে। আমি তারেক রহমানকে তিনটি আসন উপহার দিতে চাই।ধর্ম-বর্ণ নির্বিশেষে সমতার কথা তুলে ধরে তিনি বলেন,আমার কাছে সবাই সমান। হিন্দু-মুসলিম সবাই আমার চোখে সমান। জনগণ যাকে ভালো মনে করবে তাকেই ভোট দেবে।
লিফলেট বিতরণ ও কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।