কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের স্বতন্ত্র
প্রার্থী এম.এ.এইচ সেলিমের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে কচুয়া উপজেলার বাধাল বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে
এম.এ.এইচ সেলিম উপস্থিত জনতার কাছে তাঁর নির্বাচনী প্রতীক ‘ঘোড়া’য় ভোট
প্রার্থনা করেন। তিনি বলেন, “উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রায় সবাইকে
ঐক্যবদ্ধ হয়ে ঘোড়া প্রতীকে ভোট দিতে হবে।” এ সময় তিনি এলাকার সার্বিক
উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর
অঙ্গীকারের কথা তুলে ধরেন।
পথসভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে অ্যাডভোকেট নুরুল
আমিন শিকদার, মেহেবুব আলম কিশোর, বাসুদেব মুন্সী খোকন ও শেখ শহিদুল
ইসলাম। বক্তারা বলেন, এম.এ.এইচ সেলিম একজন জনবান্ধব নেতা এবং এলাকার
উন্নয়নে তাঁর ভূমিকা প্রশংসনীয়। তাঁরা আসন্ন নির্বাচনে সবাইকে ঘোড়া
প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এছাড়া সাইনবোর্ড বাজার, কচুযা সদর সহ বিভিন্ন স্থানে পথ সভা করেন। পথসভায়
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে সমর্থকদের মধ্যে
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ল্য করা যায়।