সর্বশেষ :
বাগেরহাট জেলা তাঁতীদল নেতার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার ফলোআপঃ কারাফটকে ৩ মিনিট: দেখে স্ত্রী-সন্তানকে  রেখে কারাগারে ফিরলেন সাদ্দাম কুতুবদিয়া-মগনামা নৌরুটে সি-ট্রাক উদ্বোধন ঝড়-মৌসুমের আগেই উপকূলীয় ফেরি সার্ভিস চালুর ঘোষণা ইউক্রেনে রুশ হামলায় নিহত ১, আহত ১৫ অস্ট্রেলিয়ায় হাঙরের কামড়ে ১২ বছরের শিশুর মৃত্যু ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২ পাকিস্তানে তুষারধসে এক পরিবারের ৯ জনের মৃত্যু কলম্বিয়ায় কোকেন ল্যাবে বিস্ফোরণে নিহত ৯, আহত ৮ পারিবারিক কলহে স্ত্রীসহ ৪ আত্মীয়কে গুলি করে হত্যা করলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

বিদেশ : ইউক্রেন যুদ্ধ বন্ধে সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা শান্তি আলোচনায় বসেছেন। আলোচনার মধ্যেও ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার ভোরের রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইউক্রেনের দুই বড় শহর কিয়েভ ও খারকিভ। প্রায় চার বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য দ্বিতীয় দিনের মতো গতকাল শনিবার বৈঠকে বসার কথা রয়েছে তিন দেশের প্রতিনিধিদের। আর এর মধ্যেই গতকাল শনিবার ভোরে ইউক্রেনের দুটি বৃহত্তম শহর কিয়েভ ও খারকিভে ভয়াবহ বিমান হামলা চালায় মস্কো। কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল শনিবার সকাল পর্যন্ত চলা এই হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনেরও বেশি। হামলার কারণে বিদ্যুৎ ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। শহরের বহু এলাকা এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো জানান, ড্রোন হামলায় শহরের বিভিন্ন ভবনে আগুন ধরে যায়। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রুশ সীমান্তের ৩০ কিলোমিটার দূরের শহর খারকিভেও হামলা হয়েছে। শহরের মেয়র ইহর তেরেখভ জানান, মাত্র আড়াই ঘণ্টায় অন্তত ২৫টি ড্রোন হামলা চালানো হয়েছে। এতে ১৪ জন আহত হয়েছেন। গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের তিনজন প্রতিনিধি, যাদের মধ্যে ছিলেন স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারাড কুশনার। তবে আলোচনার বিষয় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বৈঠক চলাকালে সাংবাদিকদের কাছে পাঠানো বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, বৈঠকে যোগ দেয়া ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রয়েছে তার।


এই বিভাগের আরো খবর