বাগেরহাট জেলা তাঁতীদল নেতার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রতিনিধি:
/ ৩
দেখেছেন:
পাবলিশ:
রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
শেয়ার করুন
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলা তাঁতীদলের সদস্য সচিব শেখ মো. জিল্লুর রহমানের স্মরণে স্মরণসভা ও তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৫ জানুয়ারি) বাগেরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে জেলা তাতীদলের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড তাঁতীদলের সহ-সভাপতি শেখ মো. জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো. জাকির হোসেন ।
স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক শেখ আলম, সরদার, বাকি বিল্লাহ, শাহ-আলম ফরাজি, আলী হোসেন, বাগেরহাট সদর তাঁতীদলের আহ্বায়ক শেখ লিটন, মোড়েলগঞ্জ উপজেলা তাঁতীদলের সভাপতি মো. দুলাল শেখ, রামপাল উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক হোসেন আলী, ফকিরহাট উপজেলা তাঁতীদলের সভাপতি মো. কামরুল হাসান, শরণখোলা উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা স্মরণসভায় প্রয়াত শেখ মো. জিল্লুর রহমানের কর্মময় জীবনের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তিনি একজন নিষ্ঠাবান ও ত্যাগী সংগঠক ছিলেন। দলীয় আন্দোলন-সংগ্রামে তাঁর অবদান নেতাকর্মীরা আজীবন স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দল যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলে বক্তারা উল্লেখ করেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন আস-সিজদা জামে মসজিদের খতিব মাওলানা হোসাইন আহমেদ। তিনি প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ধারণের তৌফিক কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা প্রয়াত নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।