বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন তার হরিণ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন।
শুক্রবার বিকেলে মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম, হোগলাপাশা, পল্লীমঙ্গল ও শরণখোলার বিভিন্ন বাজারে হরিণ প্রতীকে ভোট দিয়ে বিজয় করার আহŸান জানিয়ে লিফলেট বিতরণ পথসভা করেন।
এ সময় স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন বলেন, দীর্ঘ ১৭ বছরে ফ্যাসিষ্ট সরকারের অন্যায় অত্যাচার, হামলা মামলা নির্যাতনে স্বিকার হয়েছে সাধারণ মানুষ। নতুন করে আর কোন ফ্যাসিষ্ট এ দেশের মানুষের ভোটের অধিকারকে হরণ করতে না পারে সে লক্ষে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
১২ ফেব্রæয়ারি আপনার মূল্যবান ভোট ফ্যাসিষ্ট্রের বিপক্ষে হোক। তিনি উপকূলীয় মোরেলগঞ্জও শরণখোলার উন্নয়নের জন্য হরিণ প্রতীকে ভোট দিয়ে বিজয় করার আহবান জানান। পরে সন্ধ্যায় তার বাসভবনে তিনি এক প্রেস ব্রিফিং করেন। এ সময় তার সাথে বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।