শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইউক্রেন-রাশিয়া আলোচনায় এখন মাত্র একটি বিষয় বাকি: স্টিভ উইটকফ

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

বিদেশ : মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ গতকাল বৃহস্পতিবার রাশিয়া সফরের আগে জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধ শেষ করার লক্ষ্যে আলোচনায় ‘বেশ অগ্রগতি’ হয়েছে এবং কিয়েভ ও মস্কোর মধ্যে এখন মাত্র একটি বিষয় বাকি আছে। সুইজারল্যান্ডের ডাভোস থেকে এএফপি জানায়, ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পাশাপাশিই অনুষ্ঠিত ইউক্রেন ইভেন্টে উইটকফ বলেন, ‘আমরা বিষয়টি একটি মাত্র ইস্যুতে সংকুচিত করেছি, এবং আমরা এই বিষয়টি নিয়ে বিভিন্ন দিক আলোচনা করেছি। এর মানে, এটি সমাধানযোগ্য। তাই যদি উভয়পক্ষ সমাধান চায়, আমরা এটি সমাধান করতে পারব।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ গতকাল বৃহস্পতিবার ট্রাম্পের জামাতা জারেড কুশনারের সঙ্গে মস্কো সফরে যাচ্ছেন। তিনি এ বিষয়ে আর কোনো বিস্তারিত জানাননি। উইটকফ জানান, তারা রাশিয়ার রাজধানীতে রাত কাটাবেন না এবং সরাসরি আবুধাবি যাবেন, যেখানে ‘সামরিক থেকে সামরিক’ কাজের গ্রুপে আলোচনা চালিয়ে যাওয়া হবে। ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সফরের সময় উইটকফের সঙ্গে সাক্ষাৎ করবেন। এদিকে, ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বৃহস্পতিবার ডাভোসে সাক্ষাৎ করবেন। ট্রাম্প বুধবার পুনর্ব্যক্ত করেছেন যে তিনি বিশ্বাস করেন, পুতিন ও জেলেনস্কি চুক্তির খুব কাছে পৌঁছেছেন। এআই ও ডিজিটাল অবকাঠামো খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগ পাচ্ছে সৌদির ‘হিউমেইন’ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল অবকাঠামো সমপ্রসারণের লক্ষ্যে ১২০ কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগ নিশ্চিত করেছে সৌদি আরবের প্রযুক্তি প্রতিষ্ঠান ‘হিউমেইন’। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে সৌদি সরকার এই উদ্যোগ নিয়েছে। রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। গত বুধবার এক বিবৃতিতে জানানো হয়, সৌদি ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের সঙ্গে হিউমেইন-এর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ২৫০ মেগাওয়াট সক্ষমতার ডেটা সেন্টার গড়ে তোলা হবে। বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব তাদের অর্থনীতিকে তেলের ওপর নির্ভরশীলতা থেকে সরিয়ে আনতে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর বড় বাজি ধরেছে। প্রায় ১ ট্রিলিয়ন ডলারের সার্বভৌম তহবিলের সহায়তায় এই প্রতিষ্ঠানটি গত বছরের মে মাসে যাত্রা শুরু করে। হিউমেইন-এর প্রধান নির্বাহী তারেক আমিন এক বিবৃতিতে বলেন, ‘আমাদের লক্ষ্য হলো বিশ্বমানের এআই ডেটা সেন্টার গড়ে তোলা। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর কম্পিউটিং চাহিদা দিন দিন আরও জটিল হচ্ছে, আর আমাদের এই প্রযুক্তির ওপর তারা অনায়াসেই নির্ভর করতে পারবে।” সৌদি আরব এবং তাদের প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত, উভয় দেশই বর্তমানে ডেটা সেন্টার এবং এআই সংশ্লিষ্ট বিভিন্ন জেনারেটিভ মডেলে বিপুল অর্থ বিনিয়োগ করছে। বিবৃতিতে আরও বলা হয়, হিউমেইন এবং সৌদি ইনফ্রাস্ট্রাকচার ফান্ড একটি ‘ডেটা সেন্টার ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম’ তৈরির পরিকল্পনা করছে। এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যুক্ত করে হিউমেইন-এর এআই কৌশলকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়া সম্ভব হবে। গত নভেম্বরে হিউমেইন মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া’র সঙ্গে একটি অংশীদারিত্বের ঘোষণা দিয়েছিল। সে সময় মার্কিন কর্মকর্তারা সৌদি আরবের কাছে উন্নতমানের মাইক্রোচিপস বিক্রির পথ সুগম করে দেন।


এই বিভাগের আরো খবর