শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জম্মু-কাশ্মীরে গাড়ি খাদে পড়ে ১০ ভারতীয় সেনা নিহত

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

বিদেশ : ভারতের জম্মু-কাশ্মীরের দোদায় সেনাবাহিনীর একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যাওয়ার পর ১০ সেনা নিহত ও আরও ১০ জনের আহত হওয়ার খবর মিলেছে। গতকাল বৃহস্পতিবার এ দুর্ঘটনার সময় সেনাবাহিনীর ওই বুলেটপ্রুফ ক্যাসপির সাঁজোয়া যানটি একটি অভিযানে যাচ্ছিল। পথিমধ্যে এটি খান্নি চূড়া এলাকায় ভাদেরওয়াহ-চাম্বা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেনেন্ট গভর্নর মনোজ সিনহা। এঙ্ েদেওয়া এক পোস্টে তিনি বলেছেন, “দোদায় এক দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনায় আমাদের ১০ সাহসী ভারতীয় সেনাসদস্য প্রাণ হারানোয় আমি গভীর শোকাহত। এই সাহসী সেনাদের অসাধারণ সেবা ও সর্বোচ্চ ত্যাগের কথা আমরা সবসময় মনে রাখবো। শোকাহত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।” আহত ১০ সেনাসদস্যকে হেলিকপ্টারে উড়িয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জানিয়ে মনোজ বলেন, তাদের সেরা চিকিৎসা নিশ্চিতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।


এই বিভাগের আরো খবর