শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

২০২৬ সালের শেষে স্বর্ণের দাম হবে ৫৪০০ ডলার: গোল্ডম্যান স্যাকস

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

বিদেশ : প্রতি আউন্স স্বর্ণের লক্ষ্যমূল্য ৪ হাজার ৯০০ ডলার থেকে বাড়িয়ে ৫ হাজার ৪০০ ডলার নির্ধারণ করেছে মার্কিন বিনিয়োগ ব্যাংকিং কোম্পানি গোল্ডম্যান স্যাকস। বেসরকারি খাত ও উদীয়মান বাজারের কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণে বিনিয়োগ বাড়ার প্রবণতার কথা বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটি স্বর্ণের দামের পূর্বাভাস বাড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে স্বর্ণের দাম ৬৪ শতাংশ বেড়ে বড় ধরনের উত্থান দেখেছিল। গতকাল বুধবার বিশ্ববাজারে স্পট স্বর্ণের দাম প্রতি আউন্স ৪ হাজার ৮৮৭ দশমিক ৮২ ডলারে পৌঁছে সর্বকালের সর্বোচ্চ অবস্থান ছুঁয়েছে। চলতি বছর এখন পর্যন্ত নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত এই ধাতুর দাম বেড়েছে ১১ শতাংশের বেশি। গত বুধবার প্রকাশিত এক নোটে গোল্ডম্যান স্যাকস জানায়, আশা করছি বেসরকারি খাতের যেসব বিনিয়োগকারী বৈশ্বিক নীতিগত ঝুঁকি মোকাবিলায় স্বর্ণকে হেজ হিসেবে ব্যবহার করছেন। তারা ২০২৬ সালেও তাদের স্বর্ণের বিনিয়োগ প্রত্যাহার করবেন না। এই ধারাবাহিক চাহিদাই স্বর্ণের দামের পূর্বাভাস আরও ঊর্ধ্বমুখী হওয়ার ভিত্তি তৈরি করছে। গোল্ডম্যান স্যাকস আরও জানিয়েছে, ২০২৬ সালে কেন্দ্রীয় ব্যাংকগুলো গড়ে প্রায় ৬০ টন স্বর্ণ কিনতে পারে। কারণ, উদীয়মান বাজারের কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বর্ণের অংশ বাড়ানোর কৌশল অব্যাহত রাখবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত সপ্তাহে কমার্জব্যাংকও নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়ার কথা উল্লেখ করে চলতি বছরের শেষ নাগাদ স্বর্ণের দামের পূর্বাভাস বাড়িয়ে প্রতি আউন্স ৪ হাজার ৯০০ ডলার নির্ধারণ করেছিল।


এই বিভাগের আরো খবর