শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিসিবির ফের আইসিসিকে চিঠি—দাবি ভেন্যু পরিবর্তনের

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরে ভেন্যু পরিবর্তনের দাবিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ফের আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বিসিবি। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি স্পষ্ট করেছে, ভেন্যু পরিবর্তন না হলে বাংলাদেশ দল ভারতে গিয়ে এবারের বিশ্বকাপে অংশ নেবে না। 

এর আগে আইসিসি জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশকে ভারতেই খেলতে হবে এবং ভেন্যু পরিবর্তনের সুযোগ নেই। ওই সিদ্ধান্তের পর সরকারের সঙ্গে আলোচনার জন্য ২৪ ঘণ্টা সময় চেয়েছিল বিসিবি। কিন্তু সময় পার হলেও বাংলাদেশের অবস্থানে কোনো নড়চড় আসেনি। বিসিবি অনড় থাকে নিজেদের অবস্থানে।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাফ জানিয়ে দেন, ‘নিরাপত্তা প্রশ্নে কোনো আপস হবে না। বাংলাদেশ দল ভারতে গিয়ে ম্যাচ খেলবে না।’

এরপরই নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়ে ই-মেইলের মাধ্যমে আইসিসিকে আবার চিঠি পাঠায় বিসিবি। চিঠিতে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে উদ্ভূত বিরোধ নিষ্পত্তির দায়িত্ব এই কমিটির।

বিসিবির আশা, আইসিসি বিষয়টি বিবেচনায় নিয়ে কমিটির কাছে পাঠাবে। তবে এ পর্যন্ত আইসিসির পক্ষ থেকে নতুন করে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। একইভাবে পুরো বিষয়টি নিয়ে নীরবতা বজায় রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়েছেন, আইসিসি যদি শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তনের দাবি না মানে, তাহলে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে না।

উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই নির্ধারিত ছিল ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ছিল। এরপর ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচও কলকাতাতেই নির্ধারিত ছিল। পরে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে খেলার সূচি ছিল বাংলাদেশের।


এই বিভাগের আরো খবর