শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

৪৮তম বিশেষ বিসিএসে নিয়োগ পেলেন ৩ হাজার ২৬৩ জন

প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা–২০২৫ এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে ৩ হাজার ২৬৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর করা হয়েছে, যা দেশের স্বাস্থ্য খাতে জনবল সংকট মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এই বিশেষ বিসিএসের মাধ্যমে মূলত চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। সরকারি কর্মপরিকল্পনার অংশ হিসেবে গত বছর ২৯ মে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। প্রাথমিকভাবে এই বিসিএসের আওতায় তিন হাজার চিকিৎসক নিয়োগের কথা জানানো হয়েছিল। বিজ্ঞপ্তিতে সহকারী সার্জনের জন্য ২ হাজার ৭০০টি এবং সহকারী ডেন্টাল সার্জনের জন্য ৩০০টি শূন্য পদের উল্লেখ ছিল।

পরবর্তীতে স্বাস্থ্যখাতে প্রয়োজন বিবেচনায় এই বিশেষ বিসিএসের আওতায় প্রার্থী সংখ্যা বাড়ানো হয়। তারই ধারাবাহিকতায় চূড়ান্তভাবে ৩ হাজার ২৬৩ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের জন্য যোগদানের সময়সূচিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁদের আগামী ১ ফেব্রুয়ারি, রোববার সকালে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশনা না পেলে নির্ধারিত তারিখেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে যোগদান করতে হবে। নির্ধারিত দিনে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগ দিতে অনিচ্ছুক বলে বিবেচিত হবেন এবং তাঁর নিয়োগপত্র বাতিল হিসেবে গণ্য হবে।


এই বিভাগের আরো খবর