মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার
বিদেহি আত্মার শান্তি কামনায় বাগেরহাটের মোরেলগঞ্জে মন্দিরে সনাতনীদের
আশির্বাদ ও এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেলে বলইবুনিয়া ইউনিয়নের আমবাড়ীয়া গ্রামের পঞ্চগ্রাম
সম্মিলনী শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙনে এ স্মরণসভা অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ -শরণখোলা) আসনের
বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে। মন্দির কমিটির সভাপতি সরকারী
সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার ডাকুয়ার
সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা বিএনপির
সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মেহেদী হাসান, পৌর বিএনপির সাধারণ
সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিলন, উপজেলা মহিলা দলের সভাপতি শাহিন
ফেরদৌস হ্যাপি, বলইবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান, সাধারন
সম্পাদক ইদুল হোসেন, সহকারী শিক্ষক অমৃত কুমার মিস্ত্রীসহ বিভিন্ন
নের্তৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি বিএপির মনোনীত প্রার্থী সোমনাথ দে বলেন, তিন
বারের সফল প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের
মানুষের কল্যানের একজন স্বপ্নদ্রষ্টা। তিনি শিক্ষার্থীদের জন্য অবৈতনিক শিক্ষা,
বয়স্ক শিক্ষাসহ রাষ্ট্র গঠনে উন্নয়নমূখী নানা পদক্ষেপ গ্রহণে সাধারণ মানুষের
মনিকোঠায় তিনি আজও রয়েছেন। তারই সুযোগ্য সন্তান আগামীর রাষ্ট্রনায়ক
দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এ দেশকে এগিয়ে নিতে হবে। তিনি
আরো বলেন, অবহেলিত মোরেলগঞ্জ শরখোলার গ্রামীণ জনপদের উন্নয়নের জন্য
রাস্তাঘাট, সুপেয় পানি, টেকসই বেড়িবাধ বাস্তবায়ন করতে হলে গণমানুষের দল
বিএনপির বিকল্প নেই। সোমনাথ দে এর পূর্বে সকালে চিংড়াখালী ইউনিয়নের
স্থানীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।