সর্বশেষ :
বাগেরহাটে বিএনপির চার প্রার্থীর অনুপস্থিতিতে কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত স্বতন্ত্র প্রার্থী কাজী শিপন গণমানুষের সাথে বিগত দিনে  ছিলাম, এখনও আছি স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪০, তিন দিনের শোক ঘোষণা চীনে ইস্পাত কারখানায় বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৯ করাচির শপিং মলে আগুন: মৃত বেড়ে ২৩, নিখোঁজ ৩৮ ম্যাক্রোঁকে শান্তি বোর্ডে আনতে ২০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের প্রায় ৫ টন কোকেন জব্দ করল ফরাসি নৌবাহিনী তীব্র তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে শতাধিক গাড়ির ভয়াবহ সংঘর্ষ, আহত বহু লুফথানসা এয়ারলাইনস ২৯ মার্চ পর্যন্ত তেহরানে ফ্লাইট স্থগিত করেছে ভিয়েতনাম নেতৃত্বের দুর্নীতিবিরোধী অঙ্গীকার, চীনঘেঁষা ক্ষমতার কাঠামোর দিকে দৃষ্টি
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

প্রতিনিধি: / ৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

বাগেরহাট প্রতিনিধিঃ আসন্ন ত্রয়দশ  জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বাগেরহাট জেলার চারটি আসনে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ২৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। পরে নির্ধারিত সময় অনুযায়ী আজ ২০ জানুয়ারি স্বশরীরে উপস্থিত হয়ে ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছেন— বাগেরহাট-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় সভাপতি আল্লামা মোঃ মমিনুল হক, বাগেরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ সালাম এবং বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী অ্যাডভোকেট বালি নাছির ইকবাল ও রমিজ উদ্দিন মনোনয়ন প্রত্যাহার করেন। এছাড়া বাগেরহাট-৩ বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মোঃ জুলফিকার হোসেন, এনসিপি নেতা মোল্লা রহমতউল্লাহ মনোনয়ন প্রত্যাহার করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেন বলেন, “আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। বাগেরহাট জেলার চারটি আসন মিলিয়ে মোট  ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ও নির্বাচনী কার্যক্রম চলমান থাকবে।”
এদিকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরো খবর