সর্বশেষ :
বাগেরহাটে গনভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া বাগেরহাটে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে  সুধী সমাবেশ স্পেনে উচ্চগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৩৯, আহত শতাধিক কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২৭ ভারতে বাংলা বলার কারণে তিন বাঙালি কিশোরকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হলো আন্তর্জাতিক আইনের চেয়ে ক্ষমতার দাপটই যুক্তরাষ্ট্রের কাছে বড়: গুতেরেস মার্কিন শুল্ক উপেক্ষা করে চীনের অর্থনীতি প্রবৃদ্ধি ৫ শতাংশ আগাম নির্বাচনের ডাক দিলেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়া-ইতালি কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে সম্মত
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন কাইলি জেনার

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

মার্কিন সমাজসেবী ও সফল ব্যবসায়ী কাইলি জেনার-নামটি উচ্চারিত হলেই চোখে ভেসে ওঠে আধুনিক গ্ল্যামার, সাহসী উদ্যোগ আর অবিশ্বাস্য সাফল্যের এক ঝলমলে গল্প। কিশোরী বয়সেই নিজের কর্মগুণে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া কাইলির ব্যক্তিগত জীবনও বরাবরই থেকেছে আলোচনার কেন্দ্রে। সম্পর্ক, মাতৃত্ব কিংবা স্টাইল স্টেটমেন্ট-সবকিছুতেই তিনি শিরোনাম কাড়েন অনায়াসে। তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে বিয়ের গুঞ্জনে। হলিউডের জনপ্রিয় অভিনেতা টিমোথি শ্যালামের সঙ্গে শিগগিরই বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন কাইলি জেনার-এমনই ইঙ্গিত মিলেছে মার্কিন একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে। সূত্রের বরাতে জানা যায়, গত এক বছরেরও বেশি সময় ধরে লস অ্যাঞ্জেলেসে একসঙ্গেই বসবাস করছেন এ তারকা যুগল। তাদের ঘনিষ্ঠ মহলের অনেকেই এ সম্পর্ককে ‘প্রায় বিবাহিত’ বলেই আখ্যা দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, যদিও আইনগতভাবে এখনো তারা স্বামী-স্ত্রী নন, তবে সম্পর্কের গভীরতা নিয়ে কোনো সংশয় নেই। সূত্রের ভাষায়, ‘এমন মনে হয়, তারা এরই মধ্যে প্রায় বিবাহিত।’ আরও জানা গেছে, দুজনই একে অপরের প্রতি ভীষণভাবে আসক্ত। চলতি বছরের শুরুতে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার অনুষ্ঠানে তাদের ঘনিষ্ঠতা ছিল চোখে পড়ার মতো। প্রকাশ্য ভালোবাসা প্রদর্শনে কোনো রাখঢাক করেননি তারা-চুম্বন, আলিঙ্গন আর নিবিড় আবেগে ভরা মুহূর্তে ভক্তদের মন জয় করেছেন এ তারকা জুটি। ৩০ বছর বয়সী টিমোথি শ্যালামে শুধু কাইলির সঙ্গেই নয়, তার পরিবারের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে পড়েছেন বলে জানা গেছে। বিশেষ করে কাইলির দুই সন্তান-স্টর্মি (৭) ও আইরে ওয়েবস্টার (৩), যাদের বাবা র্যাপার ট্রাভিস স্কট-তাদের জীবনেও টিমোথির উপস্থিতি নাকি বেশ সক্রিয় ও আন্তরিক। এর আগে গত ৪ জানুয়ারি অনুষ্ঠিত ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে ‘ডুন’খ্যাত এ অভিনেতা তার ‘পার্টনার’-এর প্রতি ভালোবাসা প্রকাশ করে হৃদয়ছোঁয়া বক্তব্য দেন। সুযোগ পেলেই ‘আই লাভ ইউ’ বলতে ভোলেননি তিনি এবং নিজের সাফল্যের পেছনে প্রিয়জনের অবদানের কথাও অকপটে স্বীকার করেন। এমনকি গোল্ডেন গ্লোব জয়ের পর একটি চুপিসারে শেয়ার করা ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে কাইলিকে অফিসিয়ালি পরিচয় করিয়ে দেন ভক্তদের সঙ্গে।


এই বিভাগের আরো খবর