সর্বশেষ :
বাগেরহাটে গনভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া বাগেরহাটে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে  সুধী সমাবেশ স্পেনে উচ্চগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৩৯, আহত শতাধিক কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২৭ ভারতে বাংলা বলার কারণে তিন বাঙালি কিশোরকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হলো আন্তর্জাতিক আইনের চেয়ে ক্ষমতার দাপটই যুক্তরাষ্ট্রের কাছে বড়: গুতেরেস মার্কিন শুল্ক উপেক্ষা করে চীনের অর্থনীতি প্রবৃদ্ধি ৫ শতাংশ আগাম নির্বাচনের ডাক দিলেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়া-ইতালি কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে সম্মত
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মার্কিন শুল্ক উপেক্ষা করে চীনের অর্থনীতি প্রবৃদ্ধি ৫ শতাংশ

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

বিদেশ : একের পর এক মার্কিন শুল্কের খড়গ উপেক্ষা করেও ২০২৫ অর্থনীতি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ শতাংশ অর্জন করেছে চীন। লক্ষ্যমাত্রা অর্জিত হলেও এক দশকের মধ্যে এটিই দেশটির সর্বনিম্ন প্রবৃদ্ধির রেকর্ড। সেই সঙ্গে ২০২৫ সালের শেষ তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ৫ শতাংশে, যা গত বছরের একই সময়ের তুলনায় অনেক কম। প্রতিবেদনে বলা হয়েছে, গার্হস্থ্য ব্যয় বাড়াতে ব্যর্থতা, দীর্ঘস্থায়ী আবাসন সংকট এবং ট্রাম্পের শুল্ক উপেক্ষা করেই ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বেইজিং। সরকারি হিসাবে লক্ষ্যমাত্রা পূরণ হলেও, কিছু বিশ্লেষক এই তথ্যের নির্ভরযোগ্যাতা নিয়ে প্রশ্ন তুলেছেন। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিকসের চীনবিষয়ক অর্থনীতিবিদ জিচুন হুয়াং বলেন, সরকারি হিসাবে ২০২৫ সালের জন্য ঘোষিত জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশ অর্জিত হয়েছে। তবে আমাদের মতে, প্রকৃত প্রবৃদ্ধি সরকারি হিসাবের চেয়ে কম। তিনি আরো বলেন, তার প্রতিষ্ঠানের নিজস্ব হিসাব অনুযায়ী চীনের সরকারি প্রবৃদ্ধির তথ্য অন্তত ১ দশমিক ৫ শতাংশ পয়েন্ট বেশি দেখানো হয়েছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন চাপ সত্ত্বেও ২০২৫ সালে জাতীয় অর্থনীতি স্থিতিশীল অগ্রগতির গতি বজায় রেখেছে এবং উচ্চমানের উন্নয়ন নতুন সাফল্য অর্জন করেছে। গেল বছর দেশটির অর্থনীতির এই প্রবৃদ্ধির পেছনে অন্যতম প্রধান ভূমিকা রেখেছে রপ্তানি। এ সময় দেশটির রপ্তানি ৬.১ শতাংশ বেড়ে ৩.৯ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ২০২৫ সালে দেশটিতে বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার। ট্রাম্প প্রশাসনের দীর্ঘস্থায়ী চাপ মোকাবেলায় উৎপাদনকারীরা বৈশ্বিক পরিসরে নিজেদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা চালানোয় এবং যুক্তরাষ্ট্রের বাইরে বিভিন্ন বাজারে রপ্তানি জোরদার হওয়ায় এই সাফল্য এসেছে বলে দাবি করেছে দেশটি।


এই বিভাগের আরো খবর