বাগেরহাট প্রতিনিঃ বাগেরহাটে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে সংগঠনের পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রয়াত পারভেজ তরফদার এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯জানুয়ারি ) বিকেলে জেলা শাখার উদ্যোগে কোর্ট চত্ত্বর এলাকায় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের বাগেরহাট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোসাম্মৎ মেহেরুন নেছ। জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ লালন,(পি ,পি), বাগেরহাট পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হিরক মিনা(এ, জি, পি), বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার বাগেরহাট জেলা শাখার সদস্য আ্যডভোকেট আফরোজা খাতুন, সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জান্নাতুল ফেরদাউস তানিয়া, সদস্য আ্যডভোকেট তানিয়া আক্তার, বাগেরহাট পৌর শাখার সহ-সভাপতি আ্যডভোকেট ফাহমিদা সুলতানা,দপ্তর সম্পাদক মোঃ ওমর আলী, সাংবাদিক নকিব মিজানুর রহমান, আ্যডভোকেট আইরিন সুলতানা, আ্যডভোকেট শারমিন আক্তার প্রমূখ। আলোচনা সভা শেষে পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রয়াত পারভেজ তরফদারের স্মরণে আলোচনা , দোয়া মাহফিল তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের বাগেরহাট জেলা , বাগেরহাট সদর উপজেলা ও বাগেরহাট পৌর শাখার নেতৃবৃন্দ।