সর্বশেষ :
বাগেরহাটে সুদের ফাঁদে নিঃস্ব সংখ্যালঘু পরিবার টাকা শোধের পরও ৭ লাখ টাকার দাবি বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে ইসরায়েল ইরানে বিক্ষোভ-সহিংসতায় অন্তত ৫ হাজার নিহত ১১ আরোহীসহ নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ মিলল ইন্দোনেশিয়ায় সিরিয়ার আরও এক শহর-বিমানবন্দর দখলে সেনাবাহিনীর স্থায়ীভাবে বৈশ্বিক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা ইরানের গ্রিনল্যান্ড ইস্যুতে শুল্ক বসালে যুক্তরাষ্ট্রেকে হুঁশিয়ারি ফরাসি কৃষিমন্ত্রীর ‘গ্রিনল্যান্ড দখল প্রসঙ্গে’ বিশ্ব শান্তি ঝুঁকিতে বললেন ডোনাল ট্রাম্প অর্থনৈতিক অবস্থা এতদিন আইসিইউতে থাকলেও এখন কেবিনে: অর্থ উপদেষ্টা আলিফ হত্যা: চিন্ময় দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জয়ের ধারায় ফিরতে পারছেনা লিভারপুল

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচ না জেতা বার্নলি আছে রেলিগেশন অঞ্চলে। তাদের নিচে কেবল উলভারহ্যাম্পটন। সেই দলের বিপক্ষে ৩২টি শট নিয়ে মাত্র এক গোল করল লিভারপুল। তারপর ধুঁকতে থাকা দলটির কাছে গোলও হজম করল। এভাবে পয়েন্ট হারানো যে যন্ত্রণার, তা লুকাননি অলরেড তারকা ফ্লোরিয়ান উইর্টজ। সব প্রতিযোগিতা মিলে ১২ ম্যাচ অপরাজিত আর্নে স্লটের দল। কিন্তু প্রতিপক্ষকে হারানোর মানসিকতায় যথেষ্ট ঘাটতি রয়েছে। অ্যানফিল্ডে গতকাল (শনিবার) ডমিনিক সোবোসলাই পেনাল্টি মিসের পর উইর্টজ গোল করে স্বাগতিকদের এগিয়ে রাখেন। পুরো ম্যাচে সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ে ঘাটতি ছিল। আর প্রতিপক্ষকে খুব একটা সুযোগ না দিয়েও গোল হজম করে লিভারপুল। ৬৫তম মিনিটে লক্ষ্যে নেওয়া একমাত্র শটে বার্নলিকে সমতায় ফেরান মার্কাস এডওয়ার্ডস। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করেও এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ায় হতাশ উইর্টজ, ‘পরাজয়ের মতো মনে হচ্ছে এটা। যখন আমরা এত বেশি শট নিলাম, যার মধ্যে অনেকগুলো ছিল লক্ষ্যে, আমি মনে করি আমাদের আরও বেশি গোল পাওয়া উচিত ছিল। কিন্তু কিছু দিন হয়তো এমনই। সবকিছু চেষ্টা করেও শেষ পর্যন্ত গোল হয় না। আমরা কেবল এক পয়েন্ট নিলাম। কিন্তু আমি শুধু বলতে পারি আবারো আমরা মাঠে নামব, আরও ভালো করতে চেষ্টা করব।’ কোচ আর্নে স্লট বললেন, ‘আমাদের এই ম্যাচ জেতা উচিত ছিল। সুযোগ তৈরির ক্ষেত্রে আমার আর বেশি কিছু বলার নেই।’ এই ড্রয়ে লিভারপুল (৩৬) প্রিমিয়ার লিগ টেবিলের চতুর্থ স্থানে। তিনে থাকা অ্যাস্টন ভিলা (৪৩) তাদের চেয়ে সাত পয়েন্টে এগিয়ে। সমান পয়েন্টে দ্বিতীয় স্থানে ম্যানসিটি। অন্যদিকে আগের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে মাইকেল ক্যারিকের ম্যানইউ। ম্যানচেস্টার ডার্বিতে তারা জিতেছে ২-০ গোলে। এই জয়ে ৩৫ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে ইউনাইটেড। তাদের কোচের মতো নতুন কোচ লিয়াম রোজেনিয়রকেও লিগে প্রথম জয়ের স্বাদ এনে দিয়েছে চেলসি। কোল পালমারের গোলে ২-০ ব্যবধানে ব্রেন্টফোর্ডকে হারিয়েছে তারা। ম্যানসিটির হোঁচটের সুযোগ লুফে নিতে পারেনি আর্সেনাল। নটিংহ্যাম ফরেস্টের মাঠে গোলশূন্য ড্র করেছে তারা। তাতে সিটির চেয়ে ৯-এর বদলে ৭ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে গানাররা। ৫০ পয়েন্ট তাদের।


এই বিভাগের আরো খবর