পর্দা নামলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরের। টানা কয়েক দিনের বর্ণাঢ্য আয়োজন শেষে গতকাল রোববার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এই উৎসব। উৎসবের শেষ দিনে রাজধানীর জাতীয় জাদুঘর ও শিল্পকলা একাডেমি এবং কঙ্বাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে একগুচ্ছ চলচ্চিত্র প্রদর্শিত হয়। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বিকেল ৪টায় শুরু হয় সমাপনী অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এর আগে গত শনিবার উৎসবের মাস্টারক্লাসে তরুণ নির্মাতারা আলেকজান্দ্রা মারকোভিচ ও তেরেসা ভীনার মতো বিশেষজ্ঞদের কাছ থেকে চলচ্চিত্র নির্মাণের গুরুত্বপূর্ণ কৌশল শেখার সুযোগ পেয়েছেন।