সর্বশেষ :
বাগেরহাটে সুদের ফাঁদে নিঃস্ব সংখ্যালঘু পরিবার টাকা শোধের পরও ৭ লাখ টাকার দাবি বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে ইসরায়েল ইরানে বিক্ষোভ-সহিংসতায় অন্তত ৫ হাজার নিহত ১১ আরোহীসহ নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ মিলল ইন্দোনেশিয়ায় সিরিয়ার আরও এক শহর-বিমানবন্দর দখলে সেনাবাহিনীর স্থায়ীভাবে বৈশ্বিক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা ইরানের গ্রিনল্যান্ড ইস্যুতে শুল্ক বসালে যুক্তরাষ্ট্রেকে হুঁশিয়ারি ফরাসি কৃষিমন্ত্রীর ‘গ্রিনল্যান্ড দখল প্রসঙ্গে’ বিশ্ব শান্তি ঝুঁকিতে বললেন ডোনাল ট্রাম্প অর্থনৈতিক অবস্থা এতদিন আইসিইউতে থাকলেও এখন কেবিনে: অর্থ উপদেষ্টা আলিফ হত্যা: চিন্ময় দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হাড় ভেঙে গিয়েছিল এমিলিয়ার

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

হলিউড অভিনেত্রী ও চারবারের এমি মনোনীত তারকা এমিলিয়া ক্লার্ক অভিনীত নতুন সিরিজ ‘পোনিজ’ ইতোমধ্যেই স্ট্রিমিং প্ল্যাটফর্ম পিকক-এ বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তবে সিরিজটির শুটিং অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন অভিনেত্রী নিজেই। শুটিংয়ের সময় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে তার একটি পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল বলে জানিয়েছেন এই অভিনেত্রী। দ্য র‌্যাপকে দেওয়া সাক্ষাৎকারে এমিলিয়া বলেন, সিরিজে বিয়া চরিত্রে অভিনয় করতে গিয়ে শারীরিকভাবে সবচেয়ে বেশি চাপ পড়েছিল অন্তরঙ্গ দৃশ্যগুলোর সময়। শীতল যুদ্ধের সময়ের গল্পে নির্মিত সিরিজে বিয়া এমন এক নারী, যিনি তথ্য আদায়ের জন্য একাধিক উচ্চপদস্থ কেজিবি কর্মকর্তাকে প্রলুব্ধ করেন। সেই কারণেই সহ-অভিনেতাদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়েছে বেশি। এমিলিয়ার কথায়, টানা অন্তরঙ্গ দৃশ্যের শুটিং করি। ওই দিনই আমার একটি পাঁজরের হাড় ভেঙে যায়। সহ-অভিনেত্রী হ্যালি লু রিচার্ডসন, যিনি সিরিজে আরেক সিআইএ এজেন্ট ‘টুইলা’ চরিত্রে অভিনয় করেছেন। বিষয়টি নিশ্চিত করে বলেন, সত্যিই ওর পাঁজরের হাড় ভেঙেছিল। এমিলিয়া সংবেদনশীল গড়নের-সেই কারণেই এমনটা হয়েছে। এমিলিয়া জানান, চিকিৎসককে গিয়ে তাকে বলতে হয়েছিল-আঘাতটি হয়েছে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে। পরে অবশ্য এমিলিয়া জানান, তার পাঁজরের হাড় পুরোপুরি ভাঙেনি, কিছুটা সরে গিয়েছিল। ‘পোনিজ’ সিরিজে দেখা যায় বিয়া ও টুইলা ১৯৭৭ সালে মস্কোয় মার্কিন দূতাবাসে সেক্রেটারি হিসেবে কাজ করেন। তাদের স্বামীদের রহস্যজনক মৃত্যুর পর দুজনেই ছদ্মবেশে সিআইএ এজেন্ট হিসেবে গোপন অভিযানে নামেন।


এই বিভাগের আরো খবর