সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। প্রায় ৩৮ ঘণ্টা পর কর্মসূচি তুলে নিয়ে তাঁরা নিয়মিত দায়িত্বে ফেরার সিদ্ধান্ত নেন, ফলে হাসপাতালের চিকিৎসা সেবা স্বাভাবিক হওয়ার আশা দেখা দিয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে এই ঘোষণা আসে। বৈঠক শেষে ইন্টার্ন চিকিৎসক মোহাম্মদ সাদিক জানান, মানসিক প্রস্তুতির বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁরা সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে কাজে যোগ দেবেন।

এই কর্মবিরতির সূত্রপাত হয় শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে। সেদিন হাসপাতালের চতুর্থ তলার ৪ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। ওই ঘটনায় এক নারী ইন্টার্ন চিকিৎসকসহ অন্তত পাঁচজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে যায়।

ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত এবং দোষীদের শাস্তির দাবিতে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতিতে যান। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে হাসপাতালের পরিচালকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি। ফলে রোববার পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকে এবং এতে ভর্তি রোগী ও স্বজনদের ভোগান্তি বাড়ে।

রোববার দুপুরে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরের সঙ্গে আবারও ইন্টার্ন চিকিৎসকদের বৈঠক হয়। সেখানে হাসপাতালের বিভিন্ন স্পর্শকাতর স্থানে সার্বক্ষণিক আনসার মোতায়েন, রাতের সময় টহল জোরদার এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে উত্থাপিত আটটি দাবি নিয়ে ইতিবাচক আলোচনা হয়।

বৈঠক শেষে মোহাম্মদ সাদিক বলেন, “কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আমরা কর্মবিরতি শুরু করেছিলাম। কর্তৃপক্ষ আমাদের দাবি পূরণের আশ্বাস দেওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করছি। সোমবার সকাল থেকে আমরা কাজে ফিরব।”

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির সাংবাদিকদের বলেন, “ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। আমরা তাঁদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। ইতোমধ্যে হাসপাতালের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সার্বক্ষণিক আনসার মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।”

হাসপাতাল সূত্র জানায়, সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ ৫৪ ধারায় আদালতে পাঠিয়েছে। এ ঘটনার পর চিকিৎসা সেবায় যে অচলাবস্থা তৈরি হয়েছিল, ইন্টার্ন চিকিৎসকদের কাজে ফেরার ঘোষণায় তা কাটতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর