রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভুটানের বিপক্ষে হারের চোখ রাঙানি এড়িয়ে পয়েন্ট পেল সাবিনারা

প্রতিনিধি: / ২৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

স্পোর্টস: ভারতের বিপক্ষে জয়ের ছন্দ ভুটানের বিপক্ষে টেনে নিতে পারলেন না সাবিনা-মাসুরারা। এক পর্যায়ে তো উল্টো ছিল হারের প্রবল চোখ রাঙানি। তবে হাল না ছেড়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে স্বস্তির ড্রয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ।
থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে শনিবার ভুটানের বিপক্ষে ৩-৩ ড্র করেছে বাংলাদেশ। সাফ উইমেন’স ফুটসালে দুই ম্যাচে সাঈদ খোদারাহমির দলের পয়েন্ট ৪।
ভারতকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল বাংলাদেশ।
পঞ্চম মিনিটে বাংলাদেশকে চমকে দেয় পাকিস্তানের সঙ্গে ১-১ ড্র করে আসা ভুটান। জামিয়াং চোডেনের কোনোকুনি শট পোস্ট ঘেঁষে জালে জড়ায়। দুই মিনিট পরই অবশ্য সমতার স্বস্তি ফেরে বাংলাদেশের তাঁবুতে; সুমাইয়া মাতসুশিমা দূরপাল্লার শটে খুঁজে নেন জাল।
আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে দ্বিতীয়ার্ধ। এই অর্ধের ষষ্ঠ মিনিটে সতীর্থের ব্যাক পাস নিখুঁত শটে জালে জড়িয়ে ভুটানকে আবারও এগিয়ে নেন সোনম লাহমো। একটু পরই সুমাইয়ার জোরাল শট প্রতিহত হয়। একটু পর পোস্ট ছেড়ে গোলকিপার বেরিয়ে আসার সুযোগ সোনম কাজে লাগালে আরও পিছিয়ে পড়ে বাংলাদেশ। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে পায়ের কারিকুরিতে একাধিক খেলোয়াড়কে কাটিয়ে, লক্ষ্যভেদ করে বাংলাদেশকে ম্যাচে ফেরান অধিনায়ক সাবিনা।
একটু পর মাঝমাঠ থেকে দারুণ ক্ষিপ্রতায় প্রতিপক্ষের খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে একক প্রচেষ্টার গোলে বাংলাদেশকে সমতায় ফেরান মাসুরা পারভীন।
শেষ দিকে ভুটানের অর্ধে চাপ বাড়ায় বাংলাদেশ। কিন্তু সাবিনার শট, এরপর কর্নারে মাসুরার শট লক্ষ্যভ্রষ্ট হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দলকে। রাউন্ড রবিন লিগে নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল সোমবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।


এই বিভাগের আরো খবর