সর্বশেষ :
কপিলমুনিতে অদক্ষ বাইক মেকানিকের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাইকাররা। প্রশাসনের হস্তক্ষেপ কামনা। ওসমানী হাসপাতালে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি উত্তরায় অগ্নকিান্ডে মৃত্যু: স্বামী-স্ত্রী ও সন্তানরে একই সঙ্গে দাফন স্বজনহারা পরিবারের পাশে সবসময় থাকবে বিএনপি: তারেক রহমান শোকজের জবাব মামুনুল বললেন ‘অপসাংবাদিকতার স্বীকার’ সৌদিতে মিলল ২ লাখ ২১ হাজার কেজির বেশি স্বর্ণ! ইরান ও ইসরায়েলের নেতাদের সঙ্গে পুতিনের ফোনালাপ পশ্চিমবঙ্গের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে বিক্ষোভ গাজায় ধ্বংসস্তূপ অপসারণে সাত বছরেরও বেশি সময় লাগতে পারে : জাতিসংঘ দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে পাঁচ বছরের কারাদণ্ড
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নেপালের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিলেন ইয়ান হার্ভে

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

খেলাধুলা:অস্ট্রেলিয়ার ২০০৩ বিশ্বকাপজয়ী পেসার ইয়ান হার্ভেকে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে নেপাল। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে দায়িত্ব পালন করবেন তিনি। নেপালের বর্তমান প্রধান কোচ ও আরেক সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টুয়ার্ট ল-এর সঙ্গে কাজ করবেন। এর আগে ৫৩ বছর বয়সী হার্ভি এর আগে গ্লস্টারশায়ারের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। অস্ট্রেলিয়ার হয়ে ৭৩ ওয়ানডে ম্যাচ খেলা হার্ভে শিকার করেছেন ৮৫ উইকেট। ব্যাট হাতে করেছেন ৭১৫ রান। ছিলেন ২০০৩ ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য। টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে বিশেষভাবে পরিচিত ছিলেন হার্ভে। নিচের দিকে কার্যকর হার্ড হিটিং ব্যাটিংয়েও তার সুনাম ছিল। টি-টোয়েন্টি ক্যারিয়ারে খেলেছেন ৫৪টি ম্যাচ। ৫২ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাঁতে করেছেন ১৪৭০ রান। ২০০৩ সালে ইংল্যান্ডের রেভ্যুলশনারি টি-টোয়েন্টি কাপের প্রথম সেঞ্চুরিয়ান ছিলেন তিনি। এরপর ২০০৭ সালে প্রথম ইন্ডিয়ান ক্রিকেট লিগ (আইসিএল) আসরে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। নেপাল তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে ৮ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। গ্রুপ পর্বের সব ম্যাচই তারা এই ভেন্যুতে খেলবে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল চারটি ম্যাচ খেললেও কোনো ম্যাচে জয় পায়নি, তবে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে তারা লড়াকু পারফরম্যান্স দেখিয়েছিল।


এই বিভাগের আরো খবর