সর্বশেষ :
কপিলমুনিতে অদক্ষ বাইক মেকানিকের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাইকাররা। প্রশাসনের হস্তক্ষেপ কামনা। ওসমানী হাসপাতালে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি উত্তরায় অগ্নকিান্ডে মৃত্যু: স্বামী-স্ত্রী ও সন্তানরে একই সঙ্গে দাফন স্বজনহারা পরিবারের পাশে সবসময় থাকবে বিএনপি: তারেক রহমান শোকজের জবাব মামুনুল বললেন ‘অপসাংবাদিকতার স্বীকার’ সৌদিতে মিলল ২ লাখ ২১ হাজার কেজির বেশি স্বর্ণ! ইরান ও ইসরায়েলের নেতাদের সঙ্গে পুতিনের ফোনালাপ পশ্চিমবঙ্গের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে বিক্ষোভ গাজায় ধ্বংসস্তূপ অপসারণে সাত বছরেরও বেশি সময় লাগতে পারে : জাতিসংঘ দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে পাঁচ বছরের কারাদণ্ড
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জয় দিয়ে বিশ্বকাপের বাছাই পর্বে শুরু করলো বাঘিনীরা

প্রতিনিধি: / ২১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

খেলাধুলা:আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নিতে নেপালে অবস্থান করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাইপর্ব শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেললেন নিগার সুলতানা জ্যোতিরা। জিতেছেন দুটি ম্যাচেই। শেষ প্রস্তুতি ম্যাচে গতকাল শুক্রবার থাইল্যান্ড নারী দলকে ৩৪ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। নেপালের মুলাপানিতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলীয় ১৯ রানের মাথায় সাজঘরে ফেরেন দিলারা আক্তার। আউট হওয়ার আগে করেন ৬ রান। এদিকে দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ২৯ বলে ৩১ রান করে আউট হন আরেক ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। এরপর দলকে ৫১ রানের জুটি উপহার দেন শারমিন আক্তার ও দলনেতা নিগার সুলতানা জ্যোতি। ৩১ বলে ২৮ রানে শারমিন ও ২২ বলে ২৮ রানে জ্যোতি আউট হন। আর শেষদিকে মাত্র ১৪ বলে স্বর্ণা আক্তার ও ১৫ বলে ২৪ রানে শবানা মোস্তারি অপরাজিত থাকেন। ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রান করেন বাংলাদেশ। ১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে থাইল্যান্ড। ব্যাট হাতে দশের ঘর স্পর্শ করতে পেরেছেন মাত্র দুজন ব্যাটার। ফিফটির দেখা পেয়েছেন নান্নাপাত কোনছারেকাই। ৪৮ বলে ৫২ রান আসে তার ব্যাট থেকে। আর ১৮ বলে ২৫ রান করেন ছানিডা সুথিরুয়াগ। থাইল্যান্ড ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১১৭ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ফারিয়া তৃষ্ণা। একটি করে উইকেট নেন তিনজন বোলার। ম্যাচসেরা নির্বাচিত হন স্বর্ণা আক্তার।


এই বিভাগের আরো খবর