সর্বশেষ :
কপিলমুনিতে অদক্ষ বাইক মেকানিকের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাইকাররা। প্রশাসনের হস্তক্ষেপ কামনা। ওসমানী হাসপাতালে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি উত্তরায় অগ্নকিান্ডে মৃত্যু: স্বামী-স্ত্রী ও সন্তানরে একই সঙ্গে দাফন স্বজনহারা পরিবারের পাশে সবসময় থাকবে বিএনপি: তারেক রহমান শোকজের জবাব মামুনুল বললেন ‘অপসাংবাদিকতার স্বীকার’ সৌদিতে মিলল ২ লাখ ২১ হাজার কেজির বেশি স্বর্ণ! ইরান ও ইসরায়েলের নেতাদের সঙ্গে পুতিনের ফোনালাপ পশ্চিমবঙ্গের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে বিক্ষোভ গাজায় ধ্বংসস্তূপ অপসারণে সাত বছরেরও বেশি সময় লাগতে পারে : জাতিসংঘ দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে পাঁচ বছরের কারাদণ্ড
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বঙ্ অফিসে মুখ থুবড়ে পড়লো প্রভাসের ‘দ্য রাজাসাব’

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

বিনোদন:দক্ষিণী সুপারস্টার প্রভাসের ক্যারিয়ারে ‘বাহুবলী-২’-এর পর যেন আর সোনালি দিন ফিরছেই না। ‘সাহো’, ‘রাধে শ্যাম’, ‘আদিপুরুষ’- একটির পর একটি সিনেমা বঙ্ অফিসে ব্যর্থ হওয়ায় তারকাখ্যাতির সেই রাজত্ব এখন প্রশ্নের মুখে। এবার ব্যর্থতার বৃত্ত ভাঙতে পরিচালক মারুতির ওপর ভরসা রেখেছিলেন প্রভাস। তবে শেষ পর্যন্ত সেই আশাও পূরণ হলো না। গত শুক্রবার মুক্তি পেয়েছে হরর-কমেডি ঘরানার সিনেমা ‘দ্য রাজা সাব’। মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটি টাকার রেকর্ড ওপেনিং দিলেও, মাত্র এক সপ্তাহের মাথায় বঙ্ অফিসে বড় ধস নেমেছে সিনেমাটির আয়ে। প্রথম দিনে সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে ঢোকার সময় ভক্তদের ভিড়ে প্রধান ফটক ভেঙে পড়ার ঘটনাও ঘটে। কিন্তু সাত দিনের ব্যবধানে সেই উন্মাদনা অনেকটাই উধাও। প্রথম সপ্তাহ শেষে বিশ্বজুড়ে সিনেমাটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে মাত্র ১৯১ কোটি রুপি। অর্থাৎ, প্রথম দিনের ১০০ কোটির পরের ছয় দিনে যোগ হয়েছে মাত্র ৯১ কোটি রুপি। ভারতের বাজারে গত বৃহস্পতিবার সিনেমাটির নেট আয় ছিল মাত্র ৫ দশমিক ৬৫ কোটি রুপি। সব মিলিয়ে ভারতে এখন পর্যন্ত ‘দ্য রাজা সাব’র মোট নেট সংগ্রহ ১৩০ দশমিক ৪০ কোটি রুপি। তুলনা করলে দেখা যায়, প্রভাসের আগের ব্যর্থ সিনেমাগুলোর চেয়েও পিছিয়ে রয়েছে সিনেমাটি। পরিসংখ্যান অনুযায়ী, ‘আদিপুরুষ’ ও ‘সাহো’ প্রথম সপ্তাহেই ৩০০ কোটি রুপির বেশি আয় করেছিল। সেখানে ‘দ্য রাজা সাব’ পিছিয়ে রয়েছে প্রায় ১১০ কোটি রুপি। প্রভাসের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, মালবিকা মোহনন, নিধি আগরওয়াল ও বোমান ইরানির মতো তারকারা। এত বড় তারকাবহুল কাস্ট থাকা সত্ত্বেও বঙ্ অফিসে প্রত্যাশা পূরণ করতে না পারায় সিনেমাটি এখন ব্যর্থতার তালিকায় নাম লেখাচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।


এই বিভাগের আরো খবর