সর্বশেষ :
কপিলমুনিতে অদক্ষ বাইক মেকানিকের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাইকাররা। প্রশাসনের হস্তক্ষেপ কামনা। ওসমানী হাসপাতালে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি উত্তরায় অগ্নকিান্ডে মৃত্যু: স্বামী-স্ত্রী ও সন্তানরে একই সঙ্গে দাফন স্বজনহারা পরিবারের পাশে সবসময় থাকবে বিএনপি: তারেক রহমান শোকজের জবাব মামুনুল বললেন ‘অপসাংবাদিকতার স্বীকার’ সৌদিতে মিলল ২ লাখ ২১ হাজার কেজির বেশি স্বর্ণ! ইরান ও ইসরায়েলের নেতাদের সঙ্গে পুতিনের ফোনালাপ পশ্চিমবঙ্গের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে বিক্ষোভ গাজায় ধ্বংসস্তূপ অপসারণে সাত বছরেরও বেশি সময় লাগতে পারে : জাতিসংঘ দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে পাঁচ বছরের কারাদণ্ড
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

লারা ক্রফট লুকে ধরা দিলেন সোফি টার্নার

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

বিনোদন:বিশ্বখ্যাত ভিডিও গেম সিরিজ ‘টুম্ব রাইডার’ নিয়ে তৈরি হতে চলেছে নতুন টিভি সিরিজ, যা প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। অ্যামাজন এমজিএম স্টুডিওস ঘোষণা করেছে, এই সিরিজের শুটিং ইতোমধ্যেই শুরু হয়ে গেছে এবং সিরিজের প্রথম লুক প্রকাশ করা হয়েছে। এই সিরিজে লারা ক্রফট চরিত্রে অভিনয় করছেন গেম অফ থ্রোনস তারকা সোফি টার্নার। প্রথম লুকে দেখা যাচ্ছে, লারা ক্রফটের ক্লাসিক লুক, যা মূল প্লে-স্টেশন ভিডিও গেমগুলোর চরিত্রের সঙ্গে অনেকটাই মিলে যাচ্ছে। লারা ক্রফটের সানগ্লাস এবং ট্যাঙ্কটপের রঙেও স্পষ্টভাবে সেই ঐতিহ্যগত স্টাইলটি ফুটে উঠছে। ভক্তরা ধারণা করেছিলেন, সিরিজটি হয়তো ২০১৮ সালের ‘টুম্ব রাইডার’ সিনেমার মতো একটি আধুনিক ডিজাইন অনুসরণ করবে, যেখানে অ্যালিসিয়া ভিকান্দারের অভিনয় ছিল। তবে, সিরিজটি গেম সিরিজের ঐতিহ্য রক্ষা করেছে এবং সোফি টার্নারের লুক সেই ক্লাসিক টুম্ব রাইডার ফিলকেই ফিরিয়ে এনেছে। সোফি টার্নার সম্প্রতি জানিয়েছেন, আমি বেশি কিছু বলতে পারছি না, তবে ফেব্রুয়ারি ২০২৫ থেকে আমি প্রস্তুতি শুরু করেছি। দীর্ঘদিন ধরে ট্রেনিং করছি এবং জানুয়ারি থেকে শুটিং শুরু হবে। আমি খুবই উত্তেজিত এবং অ্যামাজনের সঙ্গে কাজ করার জন্য নিজেকে ভাগ্যবান মনে করছি। তিনি আরো যোগ করেন, আমরা যা তৈরি করছি তা সবার সামনে আনতে আমি খুবই উচ্ছ্বসিত। আমি মনে করি, এটি একটি বিশেষ কিছু হবে। এই সিরিজটি ‘টুম্ব রাইডার’ গেম সিরিজের উপর ভিত্তি করে তৈরি, যা পৃথিবী বিখ্যাত আর্কিওলজিস্ট এবং অ্যাডভেঞ্চারার লারা ক্রফটের অভিযানগুলির কাহিনি বলে। সিরিজের সঙ্গে যুক্ত রয়েছেন সিগর্নি উইভার, জেসন আইজ্যাকস, মার্টিন বব-সেম্পল, জ্যাক ব্যানন, জন হেফার্নান, বিল প্যাটারসন, প্যাটারসন জোসেফ, সাশা লুস, জুলিয়েট মটামেদ, সেলিয়া ইমরি এবং আগস্ট উইটগেনস্টেইন।প্রধান শোরানার হিসেবে রয়েছেন ফ্লিব্যাগ সিরিজের জনপ্রিয় লেখক এবং নির্মাতা ফিবি ওয়ালার-ব্রিজ। তিনি একইসঙ্গে এই সিরিজের রচয়িতা, এঙ্িিকউটিভ প্রডিউসার এবং কো-শোরানার হিসেবে কাজ করছেন, যেখানে তার সঙ্গে কো-শোরানার হিসেবে রয়েছেন চাড হজ। সিরিজের পরিচালকের দায়িত্বে আছেন জনাথন ভ্যান টুলেকেন। এছাড়া সিরিজের এঙ্িিকউটিভ প্রডিউসার হিসেবে কাজ করছেন অ্যামাজন এমজিএম স্টুডিওস, ক্রিস্টাল ডাইনামিকস, ফিবি ওয়ালার-ব্রিজ, জেনি রবিন্স, ওয়েলস স্ট্রিট ফিল্মস, স্টোরি কিচেন, লেজেন্ডারি টেলিভিশনসহ আরো অনেক প্রতিষ্ঠান।


এই বিভাগের আরো খবর