সর্বশেষ :
কপিলমুনিতে অদক্ষ বাইক মেকানিকের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাইকাররা। প্রশাসনের হস্তক্ষেপ কামনা। ওসমানী হাসপাতালে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি উত্তরায় অগ্নকিান্ডে মৃত্যু: স্বামী-স্ত্রী ও সন্তানরে একই সঙ্গে দাফন স্বজনহারা পরিবারের পাশে সবসময় থাকবে বিএনপি: তারেক রহমান শোকজের জবাব মামুনুল বললেন ‘অপসাংবাদিকতার স্বীকার’ সৌদিতে মিলল ২ লাখ ২১ হাজার কেজির বেশি স্বর্ণ! ইরান ও ইসরায়েলের নেতাদের সঙ্গে পুতিনের ফোনালাপ পশ্চিমবঙ্গের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে বিক্ষোভ গাজায় ধ্বংসস্তূপ অপসারণে সাত বছরেরও বেশি সময় লাগতে পারে : জাতিসংঘ দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে পাঁচ বছরের কারাদণ্ড
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মুক্তির আগেই আইএমডিবির শীর্ষে শাহরুখের ‘কিং’

প্রতিনিধি: / ৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

বিনোদন:তিন বছর পর সিনেমায় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। চলতি বছরেই এ অভিনেতার বহুল আলোচিত ছবি ‘কিং’ মুক্তি পেতে চলেছে। তবে প্রেক্ষাগৃহে আসার আগেই নতুন করে কীর্তি গড়ল সিনেমাটি। সেটা হল, চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলো নিয়ে একটি তালিকা করেছে জনপ্রিয় চলচ্চিত্র তথ্যভাণ্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)। এই তালিকারই শীর্ষস্থান দখল করেছে ‘কিং’। আইএমডিবি থেকে জানানো হয়েছে, বিশ্বব্যাপী দর্শকদের প্রকৃত আগ্রহ ও অনুসন্ধানের ভিত্তিতেই এই তালিকা তৈরি করা হয়েছে। প্রতি মাসে প্ল্যাটফর্মটিতে আসা প্রায় ২৫ কোটিরও বেশি ব্যবহারকারীর পেজভিউ বিশ্লেষণ করে এই র‌্যাংকিং করা হয়, যা আন্তর্জাতিক পর্যায়েও ভারতীয় সিনেমার প্রতি দর্শকের বাড়তি আগ্রহকেই প্রতিফলন করে। ২০২৬ সালের বহুল প্রতীক্ষিত সিনেমার যে তালিকা আইএমডিবি প্রকাশ করেছে সেখানে মোট ২০টি ছবি জায়গা করে নিয়েছে। মোট পাঁচটি ভাষায় নির্মিত এই ছবিগুলোর মধ্যে অর্ধেকই আবার হিন্দি ভাষার। আর তেলেগু ভাষার সিনেমা রয়েছে পাঁচটি, তামিল ভাষার তিনটি এবং মালয়ালম ও কন্নড় ভাষার একটি করে সিনেমা স্থান দখল করেছে। তালিকায় সবার উপরে রয়েছে শাহরুখ খানের ‘কিং’। এরপর দ্বিতীয় স্থানে আছে নীতেশ তিওয়ারি পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ পার্ট ১’। তৃতীয় স্থানে আছে এইচ ভিনোথ পরিচালিত থালাপতি বিজয় অভিনীত মুক্তির শঙ্কায় থাকা আলোচিত ছবি ‘জন নায়াগন’। চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে প্রভাস অভিনীত ও সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’। আর পঞ্চম স্থানে গীতু মোহনদাস পরিচালিত ‘টঙ্কি’, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন যশ। এ সিনেমাটি ইতোমধ্যেই প্রকাশিত টিজার দিয়েই নেটদুনিয়ায় আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে। এদিকে, ২০২৩ সালের দুই ব্লকবাস্টার সিনেমা মুক্তির পর আবারও বিগ বাজেটের ছবি দিয়ে রুপালি পর্দায় ফিরতে যাচ্ছেন শাহরুখ। তার প্রত্যাবর্তন নিয়ে ভক্ত-অনুরাগীরাও কতটাও উচ্ছ্বসিত সেটা আইএমডিবির তালিকা থেকেই স্পষ্ট। এবারও কি বঙ্ অফিসে ঝড় তুলবেন বলিউডের কিং? সেটা সময়ই বলে দিবে।


এই বিভাগের আরো খবর