শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জোটে নয়—২৬৮ আসনে একাই লড়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে লড়াইয়ের ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ১১ দলীয় জোট থেকে বেরিয়ে ২৬৮টি আসনে নির্বাচনের ঘোষণা দেন দলটি।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ৩টায় সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দিয়েছে দলটি। দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, লক্ষ্য অর্জিত না হওয়ার শঙ্কা থেকে জোট থেকে সরে যেতে বাধ্য হয়েছে ইসলামী আন্দোলন। দলটি ইসলামের পক্ষের বাক্সের হেফাজত করবে। ২৬৮টি আসনে এককভাবে লড়াই করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

তিনি বলেন, ‘জামায়াত শক্তিশালী দল, তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শিকভাবে তাদের চেয়ে শক্তিশালী। শরীয়াহ আইন বাস্তবায়ন করবে না বলে ঘোষণা দিয়েছেন জামায়াত আমির। আল্লাহর আইন থেকে সরে গেছে তারা।’

এছাড়া নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৬৮টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচন করবে বলেও জানান তিনি।

গাজী আতাউর রহমান বলেন, ‘ওয়ানবক্স পলিসি ভিন্নখাতে চলে গেছে। প্রচলিত আইনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে না। শরীয়া আইন বাস্তবায়ন করবে না বলে ঘোষণা দিয়েছেন জামায়াত আমির। তিনি খ্রিষ্টান ধর্মের প্রতিনিধিদের এ বিষয়ে আশ্বস্ত করেছেন বলে তারা দাবি করেছেন, আল্লাহর আইন থেকে সরে গেছে জামায়াত।’

তিনি আরও বলেন, আমরা জানি সামনে আমাদের পথচলা হয়ত মসৃণ নাও হতে পারে। কারণ আমরা ক্ষমতার রাজনীতি সেভাবে করি না। আমাদের মূল লক্ষ্য ইসলাম। ইসলামকে আমরা আগে রাখি। আমরা নীতি-আদর্শের রাজনীতি করি। সেখানে আমরা দেখছি, নীতি-আদর্শের প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। সেজন্য আমরা আজ আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭০টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছে। এর মধ্যে আপিলে দুইজন বাতিল হয়েছে। বাকি ২৬৮ জন সংসদ সদস্য প্রার্থী এখন পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদের নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন। একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত ১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে সৃষ্ট ধোঁয়াশা ও অস্পষ্টতা দূর করতে আজকের সংবাদ সম্মেলন ডেকেছিল দলটি। বেলা ৩টায় পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন শুরু হয়।


এই বিভাগের আরো খবর