শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল চালক নিহত

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

ফকিরহাট  প্রতিনিধি: ফকিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল চালক আবিদ মোড়ল (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবিদ মোড়ল পিলজংগ এলাকার মৃত দিদার মোড়লের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে আবিদ মোড়ল টাউন-নওয়াপাড়া বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি মালবাহী ট্রাকের নিচে চাপা পড়েন তিনি। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দ্বি-খন্ডিত হয়ে ঘটনাস্থলে নিহত হন।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগি পালিয়ে গেছেন।


এই বিভাগের আরো খবর